বরখাস্ত হলেন ব্রাজিল কোচ দিনিজ
স্পোর্টস ডেস্ক:
ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) সভাপতির পদে পুনর্বহাল হয়েছেন এদনালদো রদ্রিগেজ। আর রদ্রিগেজ দায়িত্বে পুনর্বহাল হওয়ার পরই নেইমার জুনিয়রদের কোচের পদ হারালেন ফার্নান্দো দিনিজ। গত বছরের জুলাইয়ে এক বছরের চুক্তিতে এ দায়িত্বে নিযুক্ত হয়েছিলেন তিনি। তবে টানা ব্যর্থতার কারণে ছয় মাস পেরোতেই পদ ছাড়তে হল তাকে।
শনিবার এক অফিসিয়াল বার্তায় দিনিজের বিদায়ের বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবলের পরিচালনা পরিষদ। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানিয়েছে সিবিএফ।
দিনিজকে বিদায়ী বার্তায় সিবিএফ জানায়েছে, দিনিজের তার সংক্ষিপ্ত সময়ের কাজের জন্য ধন্যবাদ। স্বল্প সময়ে দায়িত্ব নিয়ে যে আন্তরিকতা দেখিয়েছে এবং ব্রাজিল দলকে পুনরিজ্জীবিত করতে চ্যালেঞ্জ গ্রহণের জন্য সিবিএফ সন্তুষ্ট। আমরা দিনিজের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছি।
২০২৩ সালের জুলাই মাসে ১ বছরের চুক্তিতে অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব পেয়েছিলেন দিনিজ। একই সঙ্গে ব্রাজিলের ঘরোয়া লিগের দল ফ্লুমিনেন্সের প্রধান কোচের দায়িত্ব পালন করে যাচ্ছিলেন বহিস্কৃত সেলেসাও কোচ। তবে টানা ব্যর্থতায় অন্তবর্তীকালীন চুক্তির মেয়াদও পূরণ করতে পারলেন না দিনিজ।