কলারোয়ায় সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বিজিবি টহল
কামরুল হাসান:
কলারোয়া উপজেলা জুড়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে বিজিবি টহল। উপজেলা সদর ছাড়াও প্রত্যন্ত জনপদেও চলছে এ টহল কার্যক্রম। গত শুক্রবার থেকে শুরু হওয়া বিজিবির টহল কার্যক্রম গ্রামীণ জনপদের মানুষ মোটামুটি ইতিবাচকভাবে দেখছেন। উপজেলার কাদপুর গ্রামের জনৈক জলিল শেখ, পৌরসভার মির্জাপুর গ্রামের আ.খালেকসহ স্থানীয় ব্যক্তিরা জানান, বিজিবি নিয়মিত টহল দেওয়ায় ধীরে ধীরে পরিবেশ ভাল হচ্ছে। আগের মত তিনজন করে মোটরসাইকেলে দুরন্ত গতির চলাচল তেমন দেখা যাচ্ছেনা। মোড়ে মোড়ে আড্ডাবাজদের দৌরাত্ম্যও কমে গেছে। তাদের মনে হয়, এভাবে চললে ভোটের আগে পরিবেশ আরও সুন্দর হবে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কলারোয়া উপজেলায় গত পাঁচ দিন ধরে বিজিবি সদস্যরা সকাল থেকে রাত ১২টা পর্যন্ত টহল দিচ্ছেন। ম্যাজিস্ট্রেটসহ বিজিবির টহল শহর থেকে প্রত্যন্ত গ্রামেও চলছে। বিভিন্ন ইউনিয়নের গ্রামের চায়ের দোকানে ও বাজারে সরেজমিনে দেখা গেছে, বিজিবির টহল তৎপরতায় কমে গেছে অহরহ মোটরসাইকেলের মহড়া। পাড়া-মহল্লায় আড্ডাবাজদের তৎপরতাও তেমন দৃশ্যমান হচ্ছে না। সবখানেই সুষ্ঠুভাবে চলছে বিভিন্ন প্রার্থীর প্রচার-প্রচারণাসহ নির্বাচনী কার্যক্রম। বিজিবির একটি সূত্র জানায়, ৭ জানুয়ারির সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে অন্যান্য বাহিনীর মতো বিজিবি সদস্যরাও টহল কার্যক্রম অব্যাহত রেখেছেন। উপজেলায় বিজিবি সদস্যরা প্রতিদিন সকাল থেকে রাত ১২ টা পর্যন্ত টহল দিয়ে চলেছেন। নির্বাচনের পরও তাদের এ ধরনের টহল ব্যবস্থা অব্যাহত থাকবে বলে সূত্র জানায়।
Please follow and like us: