মাশরাফীর পথ থেকে সরে গেলো ট্রাক প্রতীকের প্রার্থী
ডেস্ক নিউজ:
নড়াইল-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজাকে শতভাগ সর্মথন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটু।
মঙ্গলবার একাত্তরকে এ তথ্য জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী নিজেই।
তিনি বলেন, মাশরাফীকে সমর্থনের পাশাপাশি শারীরিক অসুস্থতা, সময় স্বল্পতার জন্য ভোট থেকে নিজেকে সরিয়ে নিলাম।
এদিকে একাত্তর টেলিভিশনে দেওয়া এক প্রতিক্রিয়ায় সাকিবের জন্য শুভ কামনা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক কাপ্তান মাশরাফী।
তিনি বলেন, অলরাউন্ডার সাকিব রাজনীতিতে ভালো করবেন। তিনি ঠান্ডা মাথার এবং সিদ্ধান্তহীনতায় ভোগে না বলেও মন্তব্য করেন মাশরাফী।
এর আগে ২৪ দিনের আইনি লড়াই শেষে নড়াইল-২ আসনে প্রার্থিতা ফিরে পেয়ে ট্রাক প্রতীক পান লিটু।
গত ৪ ডিসেম্বর নড়াইলের রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন যাচাই-বাছাইকালে এক শতাংশ ভোটারের সইসহ কয়েকটি জটিলতায় লিটুর প্রার্থিতা বাতিল হয়।
এ নিয়ে নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল সদরের একাংশ) আসনে মোট সাত জন প্রার্থী ভোটর লড়াইয়ে আছেন। তাদের মধ্যে- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাশরাফি বিন মুর্ত্তজা (নৌকা),বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান (হাতুড়ি), এনপিপি’র মো. মনিরুল ইসলাম (আম), জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ (লাঙ্গল), গণফ্রন্টের মো. লতিফুর রহমান (মাছ) এবং ইসলামী ঐক্যজোটের মো. মাহবুবুর রহমান (মিনার), স্বতন্ত্র প্রার্থী লায়ন মো: নূর ইসলাম (ঈগল)।
নড়াইল জেলা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ (লোহাগড়া- নড়াইল সদরের একাংশ) আসনে দুটি পৌরসভা ও ২০ টি ইউনিয়নের মোট ভোটার তিন লাখ ৬৫ হাজার ৭২৯ জন। এর মধ্যে এক লাখ ৮১ হাজার ৯৯০ জুন পুরুষ ভোটার এবং নারী ভোটার এক লাখ ৮৩ হাজার ৭৩৬ জন।