প্রকাশিত সংবাদের প্রতিবাদ
শ্যামনগর প্রতিনিধি:
সাতক্ষীরা থেকে প্রকাশিত পত্রিকা সহ কয়েকটি অনলাইন পোর্টালে “সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি পুনঃগঠনের লক্ষ্যে দাতা সদস্য তৈরিতে অনিয়ম” এবং “নিয়োগ বাণিজ্যর অভিযোগ” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। যাহা সম্পন্ন মিথ্যা ও ভিত্তিহীন।
ম্যানেজিং কমিটি পুনঃগঠন নিয়ে বিরোধী পক্ষের গাত্রদাহে সাংবাদিকদের ভুল বুঝিয়ে এমন সংবাদ প্রকাশিত করিয়েছেন। বেসরকারি স্কুল এন্ড কলেজের বিধি মোতাবেক মিটিংয়ের মাধ্যমে রেজুলেশন অন্তর্ভুক্ত করত ম্যানেজিং কমিটি পুনঃগঠনের লক্ষ্যে দাতা সদস্য নির্বাচিত করা হয়েছে। এবং নিয়োগের বিষয় গত ৩০ নভেম্বর ২০২৩ তারিখে জাতীয় দৈনিক পত্রিকা সমকাল ও ১ ডিসেম্বর ২০২৩ তারিখে সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূত পত্রিকায় বিশেষ বিজ্ঞাপ্তি প্রকাশিত করা হয়েছে। যাহা নিয়ম অনুযায়ী তার কর্য্যক্রম চলমান। প্রতিবারের ন্যায়ে কমিটির বিরোধীপক্ষরা এবারও জেলা প্রশাসক বরাবর একটি মিথ্যা লিখিত অভিযোগ দ্বায়ের করেছেন। যাহা তদন্তে নিয়মতান্ত্রিক ম্যানেজিং কমিটি পুনঃগঠন ও নিয়োগের কার্য্যক্রম সাধারণভাবে চলমান মর্মে জানতে পারবেন। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।