খলিলনগর থেকে ফাঁদ পেতে পাখি ধরার সরঞ্জাম উদ্ধার
জহর হাসান সাগর:
সাতক্ষীরা জেলা তালা উপজেলার খলিলনগর ইউনিয়নে রায়পুরের বিভিন্ন বিল থেকে পাখি ধরার সাউন্ডবক্স ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে । বুধবার( ৩ জানুয়ারি) বিকাল ৫ টা সময় স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াইল্ড লাইফ মিশন ও সেভ ওয়াইল্ড লাইফ সংগঠনের যৌথ উদ্যোগে এসব পাখি ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার কাজে অংশগ্রহণ করেন সেভ ওয়াইল্ড লাইফ সংগঠনের সভাপতি মোঃ ইমরান হোসেন রিপন, ওয়াইর্ল্ড লাইফ মিশনের সাধারণ সম্পাদক রাশেদ বিশ্বাস, জহর হাসান সাগর, সেভ ওয়াইল্ড লাইফ, সোহেল হোসেন তপু, সহ আরো অনেকে। উদ্ধার অভিযান শেষে লিফলেট বিতরণ করে মানুষকে সচেতন করা হয় । এ বিষয়ে সেভ ওয়াইল্ড লাইফ এর সভাপতি মোঃ ইমরান হোসেন রিপন জানান, আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি খলিল নগর ইউনিয়নে রায়পুর গ্রামের সামসুর গাজীর ছেলে, আরি গাজীর ঘেরে ও বৃহতি বাছাড়ের ঘেরে, পাখি শিকারী অনিল সরকার সহ বিভিন্ন বিলে ফাঁদ পেতে পাখি শিকার করছে। আমরা খলিল নগর ক্যাম্প ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম এর সহযোগিতা নিয়ে ঘটনা স্থানে। যেয়ে বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করি এবং লিফলেট বিতরণ করে এলাকার মানুষ কে সতর্ক করি ও উদ্ধার করা পাখি ধরা শিকারীর ব্যবহারিত সরজ্ঞাম পুরিয়ে দেওয়া হয়।