সাহসী সাংবাদিকতার পথিকৃৎ ছিলেন আনিসুর রহিম

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার সাহসী সাংবাদিকতার পথিকৃৎ মোঃ আনিসুর রহিমের ১ম মৃত্যুবার্ষিকী ৩ জানুয়ারি।আনিসুর রহিম ২০২৩ সালের ৩ জানুয়ারি স্বজনদের সঙ্গে সুন্দরবন ভ্রমণকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। দৈনিক সাতক্ষীরা চিত্রের সম্পাদক ও দৈনিক পত্রদূতের সম্পাদকমন্ডলীর সভাপতি অধ্যাপক আনিসুর রহিম ২০২৩ সালের ৩ জানুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক ছিলেন।
যশোর এমএম কলেজের ষাটের দশকের তুখোড় ছাত্রনেতা আনিসুর রহিম সত্তরের দশকের প্রথম থেকেই সাংবাদিকতা শুরু করেন। আপোসহীন সাহসী সাংবাদিকতার কারণে অসংখ্যবার হামলা-মামলার শিকার হয়েছেন তিনি। নির্ভীক সাংবাদিক হিসেবে পরিচিত আনিসুর রহিম অন্যায় অসত্যের কাছে কখনো মাথানত করেননি। দেশব্যাপী সিরিজ বোমা হামলার রহস্য উদঘাটন করে আনিসুর রহিম তা প্রথম তার দৈনিক সাতক্ষীরা চিত্রে প্রকাশ করেন। সেই প্রতিবেদনের সূত্র ধরে সারাদেশে একে একে ধরা পড়ে জঙ্গিরা। ব্যক্তি জীবনে কলেজ শিক্ষক আনিসুর রহিম সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক ছিলেন। সাধারণ মানুষের স্বার্থ রক্ষার সংগ্রামের জন্য আনিসুর রহিম সরকারি চাকুরী ছেড়েছিলেন। তিনি ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাতক্ষীরা জেলা সম্পাদক। পিতার কর্মস্থল বরগুনায় মহান মুক্তিযুদ্ধে অংশ নিলেও সনদ গ্রহণ করেননি আনিসুর রহিম।

মহান মুক্তিযুদ্ধ, ভূমিহীন আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন, জলাবদ্ধতা নিরসনের আন্দোলনসহ সকল ন্যায়ভিত্তিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন অধ্যাপক আনিসুর রহিম। তিনি শোষিত বঞ্চিত নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে থেকে সাহস যুগিয়েছেন। অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। সাতক্ষীরাসহ গোটা দক্ষিণাঞ্চলের অবহেলিত জনপদের উন্নয়নে তিনি জীবনের শেষ দিন পর্যন্ত আন্দোলন করেছেন।সাতক্ষীরায় আধুনিক সাংবাদিকতার নবধারা সৃষ্টি করেছিলেন আনিসুর রহিম। তিনি ছিলেন সৃজনশীল ব্যক্তি, নিরহংকার ও নির্লোভ মানুষ। সমাজ সংস্কারক। দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আনিসুর রহিমের সাংবাদিকতার বাইরেও শিক্ষাবিদ, শিশু সংগঠক, কৃষক-শ্রমিক মেহনতি মানুষ ও নাগরিক সমাজের নেতা হিসেবে পরিচিতি ছিল।এদিকে, মোঃ আনিসুর রহিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে স্মরণসভার আয়োজন করা হয়েছে

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)