যেভাবে জানা যাবে সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ও ভোটার তালিকা
ডেস্ক রিপোট: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইছে সারাদেশে। নির্বাচনে ভোটগ্রহণের আর মাত্র পাঁচদিন বাকি। শেষ সময়ে ভোট চাইতে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। নির্বাচনের দিন ঘনিয়ে আসায় ভোটারদের মধ্যে এর বিভিন্ন দিক নিয়ে আগ্রহ বাড়ছে। সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর তারা খুঁজছেন গুগলে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সবচেয়ে বেশিবার যে প্রশ্নগুলোর উত্তর খোঁজা হয়েছে তার মধ্যে রয়েছে ভোটার তালিকা দেখার উপায়, ভোটকেন্দ্র জানার উপায়। এর বাইরেও ভোটাররা সংশ্লিষ্ট আরো বিভিন্ন বিষয় জানতে ইন্টারনেটে ঢুঁ মারছেন। জানার চেষ্টা করছেন উত্তর। ভোটার তালিকা দেখার উপায় কী? গুগলে এই প্রশ্নটিই সবচেয়ে বেশি করা হচ্ছে। তবে বিশাল সংখ্যক ভোটারের (১১,৯৬,৯১,৬৩৩) তালিকা অনলাইনে প্রকাশ একটি দুরূহ কাজের পাশাপাশি ভোটারদের ব্যক্তিগত গোপনীয়তারও একটি বিষয় বলে মনে করে নির্বাচন আয়োজনকারী সংস্থা নির্বাচন কমিশন (ইসি)।অন্যদিকে ভোটারদের তালিকা প্রতিটি থানা এবং উপজেলা পর্যায়ে নির্বাচন অফিসে রয়েছে। সেখানে ভোটারদের তালিকা নির্বাচনের আগেই পাঠিয়ে দেওয়া হয়। সেখান থেকে এলাকাভিত্তিক ভোটাররা তাদের তালিকা সম্পর্কে জানতে পারবেন।সেটা যদি সম্ভব না হয় তাহলে নির্বাচনের আগেই সাধারণত স্থানীয় প্রার্থীরা ভোটারদের বাড়িতে তাদের তালিকার নম্বর লিখে পাঠিয়ে দেন।আর নির্বাচনের দিন ভোট কেন্দ্রের বাইরে যেসব প্রার্থী থাকবেন, তাদের কাছে ভোটার তালিকার কপি থাকে। তারাও ভোটারদের তালিকা সম্পর্কে জানিয়ে থাকে।
ভোটকেন্দ্রের তথ্য জানার উপায় কী?ভোটার হিসেবে আপনি কোন কেন্দ্রে গিয়ে ভোট দেবেন সেটি জানা খুবই গুরুত্বপূর্ণ। সঠিক কেন্দ্রে না গেলে আপনি ভোট দিতে পারবেন না। কারণ ভোট দিতে হলে আপনার ভোট কেন্দ্রের নাম এবং ভোটার হিসেবে আপনার ভোট দেওয়ার সিরিয়াল নম্বর জানতে হবে।এ বিষয়ে সমাধান পাওয়া যাবে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে। ইসির ওয়েবসাইটে প্রতিটি নির্বাচনী আসন ধরে ধরে ভোটকেন্দ্রের তথ্য উল্লেখ করা আছে।তবে আগে আপনাকে জানতে হবে আপনি কোন আসনের ভোটার এবং ওই আসনের কত নম্বর ওয়ার্ডের ভোটার। এটি জানা থাকলে ওই আসনের ভোটকেন্দ্রের তালিকায় আপনার ওয়ার্ডের ভোট কোন কেন্দ্রে হবে সেটি আপনি দেখে নিতে পারবেন।একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এসএমএস-এর মাধ্যমে ভোটকেন্দ্র সম্পর্কে জানার ব্যবস্থা থাকলেও সেই সুযোগটি এবার নেই।
তবে এবার ভোটকেন্দ্র সম্পর্কিত সব তথ্য আপনি জানতে পারবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট ডট বিডি নামে একটি অ্যাপ থেকে। এই অ্যাপটি চালু করেছে নির্বাচন কমিশন। অ্যাপল-স্টোর বা প্লে-স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করা যাবে।একবার ইন্সটল করার পর জন্মতারিখ এবং ভোটার আইডি কার্ডের নম্বর দিলে যাবতীয় তথ্য জানা যাবে।