কলারোয়ায় সিংগা হাইস্কুলে বার্ষিক সামষ্টিক মূল্যায়ণ এর ফলাফল প্রকাশ
কামরুল হাসান:
কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক সামষ্টিক মূল্যায়ণ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। রবিবার (৩১ ডিসেম্বর) সকাল ১১ টায় স্কুল চত্বরে নতুন কারিকুলামে ৬ ষ্ঠ থেকে ৭ম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের চুড়ান্ত ট্রান্সক্রিপ্ট প্রদান করা হয়। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ। স্কুলের হিতাকাঙ্খী বিশিষ্ঠ সমাজ সেবক আয়ুব আলীর সভাপতিত্বে ও স্কুলের শিক্ষক সাংবাদিক দীপক শেঠের পরিচালনায় অন্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, স্কুল পরিচালনা কমিটির সদস্য আনারুল ইসলাম, সিনিয়র শিক্ষক আ: সবুর, মাস্টার প্রদীপ বিশ্বাস, জহুরুল ইসলাম, নাসরিন আক্তার, রফিকুল ইসলাম, মা অভিভাবক সুলতানা জামান, ৮ ম শ্রেণীতে উত্তীর্ণ ছাত্রী নাজিয়া ফারহিন, ছাত্র আজিমুসান সিয়াম। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক আজিজুর রহমান, আব্দুর রউফ, জাহাঙ্গীর হোসেন, শফিকুল ইসলাম, মাস্টার স্বপন সরকার, আব্দুস সালাম, তহুরা খাতুন, বদরুজ্জামান বদরু, শুভংকর মজুমদার, বিকাশ ঘোষ, মেহেদী হাসান, অভিভাবক মর্জিনা খাতুন, হাসান আলী ও অফিস সহকারী সাহিদা খাতুন, লিমা খাতুন, মাসুদ রানা সহ অসংখ্য অভিভাবক ও ছাত্র- ছাত্রীবৃন্দ। সব শেষে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে অভিভাবকদের উপস্থিতিতে শ্রেণী ভিত্তিক মূল্যায়নের ট্রান্সক্রিপট প্রদান করা হয়। উল্লেখ্য, আজ ১ জানুয়ারি ২৪’ নতুন বছরের প্রথম দিন সকল ছাত্র- ছাত্রীর হাতে সরকারের বরাদ্দকৃত জাতীয় শিক্ষাক্রম বাস্তবায়নের আলোকে বিনামূল্যে নতুন বই উপহার দেওয়া হবে বলে জানা যায়।
Please follow and like us: