খুলনায় ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন তালার আলমগীর
Post Views:
১,০৭১
জহর হাসান সাগর:
খুলনায় ট্রাকের ধাক্কায় মো. আলমগীর (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার সকাল ৯টার দিকে নগরীর লবনচরা থানাধীন জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর সাতক্ষীরার তালা উপজেলার জেয়ালা নলতা গ্রামের মোজাহারের ছেলে।এলাকাই প্রাইভেট পড়ানো শিক্ষক হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, সাতক্ষীরা থেকে মোটরসাইকেল যোগে দুই ব্যক্তি রূপসার দিকে যাচ্ছিলেন। জিরো পয়েন্ট পৌঁছালে দ্রুতগাতিতে ছুটে আসে একটি ট্রাক মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থাকা আলমগীর মাথায় গুরতর আঘাতপ্রাপ্ত হন। মোটরসাইকেলটিতে চালকের আসনে থাকা সেতু মোড়লও শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান স্থানীয়রা। পরে চিকিৎসাধীন অবস্থায় আলমগীরের মৃত্যু হয়। তবে সেতু মোড়লের অবস্থা গুরুতর নয়।
লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ‘প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ট্রাকটি আটক আছে। থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।’