ব্যস্ত সময় পার করছেন সাতক্ষীরা-৩ আসনের তৃণমূল বিএনপি প্রার্থী রুবেল হোসেন
রঘুনাথ খাঁ:
২০২৪ সালের ৭ জানুয়ারি সারা দেশের ন্যয় সাতক্ষীরা-৩ আসনে দ্বাদশ সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে বিগত তিন বারের ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া আওয়ামী লীগ। তবে এ আসনে উঠতি বয়সী সাংস্কৃতিমনা রুবেল হোসেন জনসংযোগ করতে যেয়ে ব্যস্ত সময় পার করছেন।
সাতক্ষীরা জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে,কালিগঞ্জ উপজেলার চারটি, দেবহাটার ৫টি ও আশাশুনির ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত সাতক্ষীরা- ৩ আসন। এখানে ভোটার সংখা তিন লাখ ৮৭ হাজার ২৯৩টি। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে আসন বিন্যাসের সময় কালিগঞ্জের চারটি ইউনিয়নের সঙ্গে আশাশুনির ১১টি ও দেবহাটার পাঁচটি ইউনিয়ন যুক্ত করে মোট ২০টি ইউনিয়ন নিয়ে সাতক্ষীরা-৩ আসন গঠণ করা হয়। বিগত তিনটি সংসদীয় নির্বাচনে এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাঃ আ.ফ.ম রুহুল হক জয়লাভ করেন। স্বাস্থ্যমন্ত্রী হওয়ার সুবাদে হেভিওয়েট ওই আওয়ামী লীগ নেতার মাধ্যমে সাতক্ষীরা মেডিকেল কলেজ, ম্যাটস, বাইপাস সড়কসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে ওঠে। সম্প্রতি অনুমোদন পেয়েছে সাতক্ষীরা পাবলিক বিশ্ববিদ্যালয়। তবে কালিগঞ্জ- সাতক্ষীরা সড়কের কয়েকটি স্থানে পিচ উঠে যাওয়ায় সেখানে ইটের সোলিং দেওয়ায় জনদুর্ভোগের অন্ত নেই। এ আসনে বিএনপি ও জাতীয় পার্টির নেতা কর্মী থাকলেও তারা দীর্ঘদিন ধরে নেই রাজপথে। নিবন্ধন বাতিল হওয়ায় সম্প্রতি জামায়াত ও নেই মাঠে। বিএনপি’র অনেক নেতা কর্মী রয়েছেন কারাগারে। তাই বিএনপি’র ডাকা অবরোধ কর্মসুচিতে কোন প্রভাব পড়ছে না। এ সূযোগে আওয়ামী লীগ তাদের নির্বাচনী মাঠ গরম রেখেছে। তবে ভোটকে গুরুত্ব দিতেই তৃণমূল বিএনপি’র প্রার্থী রুবেল হোসেন জনসংযোগ করে যাচ্ছেন তার প্রতীক সোনালী আঁশ মার্কায় ভোট বাড়ানোর জন্য।
শুক্রবার বিকেলে আশাশুনির মহেশ্বরকাটিতে রুবেল হোসেন জনসংযোগকালে এলাকাবাসীর উদ্দেশ্যে বলেছেন, এখানে কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকলেও সাধারণ মানুষ চিকিৎসা সেবা থেকে বি ত। হাসপাতালে মেলে না ঔষধ। আশাশুনির খাজরা থেকে বড়দল বাজার পর্যন্ত রাস্তা শুধু যানবাহন চলাচল নয় মানুষ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
প্রাকৃতিক দুর্যোগ কবলিত প্রতাপনগরের সুপেয় পানি সঙ্কটের পাশাপাশি সবুজ বেষ্টনী ধ্বংসের পথে। রাস্তা ঘাটও ভাল নয়। জীবিকার সন্ধানে মানুষ এখন সাতক্ষীরা, খুলনা, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থান করছে। প্রতাপনগরের দুই তৃতীয়াংশ জনগণ এখন এলাকায় থাকেন না। বেড়িবাঁধ তৈরির নকশা পরিবর্তণ করে কুড়িকাহুনিয়ার ল ঘাটে বসবাসকারি ১৩টি ঋষি পরিবারের বসতবাড়ি নদীগর্ভে ঠেলে দেওয়া হয়েছে। মামলা করেও তারা ক্ষতিপূরণ পায়নি। টেকসই বেড়িবাঁধ না হওয়ায় প্রাকৃতিক দুর্যোগ তাদের নিত্য দিনের সঙ্গী। আশাশুনির অনেক জায়গায় পরিকল্পনাবিহীন চিংড়িঘের না করায় অর্ধিক বর্ষায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ ছাড়া তিনি দেবহাটার ৫টি ও কালিগঞ্জের চারটি ইউনিয়নে জনদুর্ভোগের কথা তুলে ধরে বলেন, কালিগঞ্জ থেকে সাতক্ষীরাগামি রাস্তার কমপক্ষে ১০টি স্থানে পিচ উঠে যাওয়ায় সেখানে ইট সোলিং করা হয়েছে। কালিগঞ্জ বাস টার্মিনালের পার্শ্ববর্তী চৌরাস্তা মোড় থেকে উজিরপুর বাজার, চম্পাফুল থেকে শোভনালী ব্রীজ পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা। তিনি নির্বাচিত হলে এসব খারাপ রাস্তা অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারের ্ উদ্যোগ নেবেন। কালিগঞ্জের চিংড়িখালি, বৈরাগীর চক, দেবাহাটার খলিষাখালিসহ বিভিন্ন স্থানের ভ‚মিহীনজনপদে শিক্ষার মানউন্নয়ন ও স্বাস্থ্য সেবার মান বাড়াবেন। আইনি প্রক্রিয়ায় খলিষাখালিতে ভ‚মিহীনদের পূর্ণবাসন করবেন। সীমান্তবর্তী ইছামতী নদীর ভাঙন কবলিত এলাকা যাতে ভেঙে ভেঙে ভারতের ভূখন্ডকে প্রসারিত না করতে পারে সেজন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেবেন। মহেশ্বরকাটি মৎস্য সেটের আধুনিকীকরণ করে মাছ চাষী ও মাছ ব্যবসায়িদের উন্নয়ন ঘটাবেন।
এরপর তিনি বুধহাটা বাজার, কুল্লার মোড়, কাদাকাটিসহ বিভিন্ন স্থানে জনসংযোগ করেন।
তবে এ আসনে হেভিওয়েট প্রার্থী আওয়ামী লীগ মনোনীত ডাঃ আ.ফ.ম রুহুল হক ছাড়াও জাতীয় পার্টির অ্যাড. আলিফ জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন।