১৩ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়
ডেস্ক রিপোট:টানা ১৩ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। একই সঙ্গে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া এই জেলায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। বৃহস্পতিবার সকালে ১২.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় । বুধবারের চেয়ে তাপমাত্রা কিছুটা বাড়লেও সারাদেশের মধ্যে সর্বনিম্ন। এর আগে, ভোর ছয়টায় ১২.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, বৃহস্পতিবার সকালে তাপমাত্রা সামান্য বেড়ে ১২.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা বুধবার ছিল ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আগামীতে আরো কমতে পারে তাপমাত্রা।
আবহাওয়া অফিস বলছে , ১৬ ডিসেম্বর থেকেই এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। ২৭ ডিসেম্বর সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১২.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। ২৬ ডিসেম্বর ১২.১ ডিগ্রি, ২৫ ডিসেম্বর ১১.৭ ডিগ্রি, ২৪ ডিসেম্বর ১১.১ ডিগ্রি, ২৩ ডিসেম্বর ১৩.০ ডিগ্রি, ২২ ডিসেম্বর ৯.৬ ডিগ্রি, ২১ ডিসেম্বর ৯.৬ ডিগ্রি, ২০ ডিসেম্বর ১০.১ ডিগ্রি, ১৯ ডিসেম্বর ৯.৫ ডিগ্রি, ১৮ ডিসেম্বর ৯ দশমিক ৭ ডিগ্রি, ১৭ ডিসেম্বর ১০ দশমিক ০ ডিগ্রি এবং ১৬ ডিসেম্বর ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।