শ্যামনগরে পল্লীবিদ্যুতের কর্মীর সাথে মোটরসাইকেল দুর্ঘটনায় ৭২ হাজার টাকা জরিমানা

শ্যামনগর প্রতিনিধি:

শ্যামনগরে পল্লীবিদ্যুতের কর্মীর সাথে মোটরসাইকেল দূর্ঘটনায় ৭২ হাজার টাকার জরিমানার নোটিশ প্রদান করেছেন নাঈম হোসেন ডলারকে।

ঘটনা সূত্রে জানাগেছে যে, ভেটখালী গ্রামের এবাদুল ইসলামের ছেলে নাঈম হোসেন ডলার শ্যামনগর থেকে ভেটখালী বাড়ি ফেরার পথে রমজাননগর ইউনিয়ন পরিষদের সামনে একটি ইঞ্জিন ভ্যান ক্রসিং করতে গিয়ে পল্লীবিদ্যুৎ এর কর্মীর সাথে মোটরসাইকেল দূর্ঘনা ঘটে।  এতে করে উভয় পক্ষের হালকা ক্ষয়ক্ষতি হয়।
স্থানীয়ভাবে উভয়পক্ষের ভুলবোঝাবুঝির মাধ্যমে সমাধান হওয়ার পর গত ২০ আগষ্ট ২০২৩ তারিখে পল্লীবিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার সঞ্জিত কুমার মন্ডল পল্লীবিদ্যুতের প্যাডে স্মারক নং-২৭.১২.৮৭৮৬.৫১৫.০১.০০৫.২৩.৩৯২ একটি জরিমানার নোটিশ করা হয়।  নোটিশে উল্লেখ করা হয়, মোটরসাইকেল নং-সাতক্ষীরা- হ-১৭-০৩৬৭ ভাংগা, হটষ্টিক ভাঙ্গা এবং আহত হওয়ায় চিকিৎসা বিল বাবদ ধার্য্যকৃত জরিমানা পরিশোধ প্রসঙ্গে।
উপরোক্ত বিষয়ের প্রেক্ষিতে আপনাকে জানানো যাচ্ছে যে, আপনি জনাব ডলার মিয়া, পিতা-এবাদুল হক মোল্লা, ভেটখালি, শ্যামনগর, সাতক্ষীরা। গত ২০ নভেম্বার ২০২৩ ইং তারিখে সার্ভিস অর্ডার নং-২৯৫৭৬ অনুযায়ী মটর সাইকেল নং-সাতক্ষীরা- হ -১৭-০৩৬৭ যোগে D/C, R/C, N/C অভিযোগ সমাধান করে ভেটখালি থেকে ফেরার পথে রমজাননগর ইউনিয়ন পরিষদের সামনে আসলে রং সাইড দিয়ে আসা বিপরীত পাশ থেকে দ্রুতগামী আপনার চালিত মোটরসাইকেল নং-সা-হ-১২-৯৫২৭, মটর সাইকেল নং-সাতক্ষীরা- হ-১৭-০৩৬৭কে আঘাত করে, ফলে মোটরসাইকেল নং-সাতক্ষীরা- হ -১৭-০৩৬৭এর আরোহি জনাব সুকান্ত দাস এলএম-১ এবং প্রান্ত সরকার লাইনক্লু লেভেল-১ গুরুতরভাবে আহত হন এবং গাড়ীটির বিভিন্ন যন্ত্রাংশ ভেঙ্গে যায় ও লাইনম্যানের হাতে থাকা হটষ্টিকটিও ভেঙ্গে যায়। এর দরুন দাপ্তরিক কাজে দারুনভাবে ব্যহত হচ্ছে।
এমতাবস্থায়, বর্ণিত লাইনম্যানগণের চিকিৎসা খরচ, গাড়ি মেরামত ও হটষ্টিক ভাঙ্গা বাবদ (৫৯১০+ ১০৯৩০+ ৫৫৭৭৯) =৭২,৬১৯/-(বাহাত্তর হাজার ছয় শত উনিশ) টাকা আর্থিক ক্ষতি হয়েছে। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন শ্যামনগর জোনাল অফিসে আগামী ২৮ ডিসেম্বর ২০২৩ ইং তারিখের মধ্যে যোগাযোগ করে ধার্য্যকৃত টাকা পরিশোধ করে বিষয়টি নিষ্পত্তি করার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় আপনার বিরুদ্ধে বিদ্যুৎ আইন অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে হুমকি প্রদর্শন করেন।
বিষয়টি নিয়ে ডলারের পরিবার ভীতসন্ত্রস্ত হয়ে এখন সবার দ্বারেদ্বারে ঘুরছে।  ডলার বলেন, ইঞ্জিন ভ্যান ক্রসিং করতে গিয়ে পল্লীবিদ্যুৎ এর কর্মীর সাথে মোটরসাইকেল দূর্ঘনা ঘটে।  এতে করে উভয় পক্ষের হালকা ক্ষয়ক্ষতি হয়।
স্থানীয়ভাবে উভয়পক্ষের ভুলবোঝাবুঝির মাধ্যমে সমাধান হয়েছে। এখন নোটিশ করে টাকা আদায়ের ভয় দেখাচ্ছেন।
তবে পল্লীবিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার সঞ্জিত কুমার মন্ডল আদৌও সড়ক দুর্ঘটনায় একপক্ষকে জরিমানার টাকা আদায় করতে কোন নোটিশ প্রদান করতে পারেন কি না তার জবাব দিতে পারেননি ডেপুটি জেনারেল ম্যানেজার সঞ্জিত কুমার মন্ডল।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)