৭ তারিখ রবিকে লালকার্ড দেখাবেন জাপা প্রার্থী আশরাফুজ্জামান আশু
স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গায় সাতক্ষীরা-২ আসনের মহাজোট মনোনিত প্রার্থী আশরাফুজ্জামান আশু’র লাঙ্গল প্রতিকের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর) বিকাল ৪টায় ঝাউডাঙ্গা জগন্নাথ মন্দির চত্ত্বরে উক্ত নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
ঝাউডাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মফিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দলীয় নির্দেশনায় প্রত্যাহারকৃত প্রার্থী আসাদুজ্জামান বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন,জেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহম্মেদ,জেলা আ’লীগের সদস্য, এস এম শওকত হোসেন,সদর উপজেলা আ’লীগ সভাপতি শেখ আব্দুর রশিদ,সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন,সদর উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক শেখ শাহজাহান আলী,সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল,সদর আ’লীগের উপদেষ্টা ও ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান আজমল উদ্দীন,সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান,জেলা আ’লীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক লাইলা পারভীন সেঁজুতি,জেলা আ’লীগের সদস্য নাজমুন নাহার মুন্নী, সদর থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহিদ হোসেন,সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি রবিউল ইসলামসহ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির জেলা,উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সদর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহিদ হোসেন বলেন,শেখ হাসিনার প্রতিককে অবমূল্যায়ন করে এমপি রবি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে।৭ তারিখ লাঙ্গলে ভোট দিয়ে তাকে বৃদ্ধাঙ্গুলী দেখাতে হবে।
বাস-মিনিবাস মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি রবিউল ইসলাম বলেন,যারা জননেত্রী শেখ হাসিনার আ’লীগের বিরুদ্ধে ভোট করার সাহস দেখিয়েছে তাদেরকে ৭ তারিখে বর্জন করুন।
জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান এমপি রবিকে উদ্দেশ্য করে বলেন, জননেত্রী শেখ হাসিনা আপনাকে লালকার্ড দেখিয়েছে।দশ বছর রাম-রাজত্ব কায়েম করে, দুর্নীতি করে যে টাকার পাহাড় গড়েছেন আগামী ৭ তারিখ জনগণ তার জবাব দিবে।
জেলা আ’লীগের সদস্য এস এম শওকত হোসেন বলেন,রবি সাহেবের ১০ বছরে কোন উন্নয়ন হয়নি,জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যহত রাখতে মহাজোট মনোনিত প্রার্থী আশুকে ভোট দিন।
সদর আ’লীগের উপদেষ্টা ও ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান আজমল উদ্দীন এমপি রবির উদ্দেশ্যে বলেন,আমার ইউনিয়নে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েও বারবার কথার খেলাফ করেছেন।সবশেষ ঝাউডাঙ্গা বাজারের ব্রিজ সংস্কারের কথা জানালে তিনি একটি ভুয়া ডি ও লেটার দিয়ে প্রতারণা করেছেন।
লাঙ্গল প্রতিকের প্রার্থী আশু এমপি রবিকে উদ্দেশ্য করে বলেন,জনগণ ও তৃণমূল নেতাকর্মীদেরকে তিনি দেখেননি।জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ার ফলশ্রুতিতে দল তাকে লালকার্ড দেখিয়েছে। আসুন কালো টাকার মুখে লাথি দিয়ে ব্যালটের মাধ্যমে ৭ তারিখে জবাব দেই।
প্রধান বক্তা আসাদুজ্জামান বাবু বলেন,এদেশ এগিয়ে নিতে চাইলে জননেত্রী শেখ হাসিনার মনোনিত মহাজোটের প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করবেন।যারা দলের বিরুদ্ধে অবস্থান নিবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম বলেন, আ’লীগ করলে দলীয় সিদ্ধান্ত মেনে নিতেই হবে। জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে লাঙ্গল প্রতীকে ভোট দিতে হবে।
Please follow and like us: