১ রানে ৩ উইকেট নেই নিউজিল্যান্ডের
স্পোর্টস ডেস্ক:
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে নিউজিল্যান্ডের বিপক্ষে নেমেছে বাংলাদেশ। কিউইদের মাটিতে টেস্ট এবং ওয়ানডের পর এবার টি-২০ ফরম্যাটে জিততে চায় টাইগাররা। যেখানে বল হাতে দারুণ শুরু করেছে লাল-সবুজরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১.৩ ওভারে তিন উইকেটে ১ রান।
নেপিয়ারের ম্যাকলিন পার্কে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বল হাতে প্রথম ওভার করতে আসেন মাহেদী হাসান। ওভারের তৃতীয় ডেলিভারিতেই ওপেনার টিম সেইফার্টকে বোল্ড করেন তিনি।
পরের ওভারে আক্রমণে এসে আরো আগ্রাসী হন শরিফুল ইসলাম। এবার আরেক ওপেনার ফিন অ্যালেনকে দ্বিতীয় বলে সাজঘরে ফেরান তিনি। পরের ডেলিভারিতে বিপদজনক গ্লেন ফিলিপসকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন এ পেসার।
শুরুতেই এমন ধাক্কা খেয়ে বেশ ব্যাকফুটে নিউজিল্যান্ড। এখন মার্ক চাপম্যান ও ড্যারিল মিচেল বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করছেন।
প্রথম টি-২০তে বাংলাদেশের একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), রনি তালুকদার, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, রিশাদ হোসেন, মাহেদী হাসান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।