সাতক্ষীরায় ৪টি আসনের প্রার্থীদের সাথে রির্টানিং কর্মকর্তার মতবিনিময়
নিজস্ব প্রতিনিধি ঃআগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আচরণ বিধিমালা অবহিতকরণ ও প্রতিপালন বিষয়ে সাতক্ষীরা জেলার ৪টি সংসদীয় আসনের প্রার্থীদের সাথে জেলা রির্টানিং কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা তথা জেলা প্রশাসকের কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির।
এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা—২আসনের স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকের প্রার্থী আশরাফুজ্জামান আশু, স্বতন্ত্র ট্রাক প্রতিকের প্রার্থী আফসার আলী, সাতক্ষীরা—১ আসনের জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকের প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত, স্বতন্ত্র ট্রাক প্রতিকের প্রার্থী শেখ নুরুল ইসলাম, দোলনা প্রতিকের প্রার্থী সরদার মুজিব , সাতক্ষীরা—৪ আসনের আওয়ামীলীগ দলীয় নৌকা প্রতিকের প্রার্থী আতাউল হক দোলন, বি.এন.এম দলীয় নোঙর প্রতিকের প্রার্থী গোলাম রেজা, জেলা নির্বাচন অফিসার আতিকুল ইসলামসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
সভায় জেলা রির্টানিং অফিসার এ সময় সকলকে আচরণ বিধিমালা পড়ে শোনান । এছাড়া আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য প্রার্থীদের নিকট থেকে বিভিন্ন মতামত জানতে চান।সবশেষে নির্বাচনী আচরণ মেনে প্রচার প্রচারনা চালানোসহ সকলকে সহিংসতা পরিহার করে সুষ্ঠু নির্বাচনে অংশ নিতে অনুরোধ জানান।