তালায় পুলিশ কর্মকর্তার দায়িত্ব অবহেলায় তিনদিনের কারাভোগ করলেন এক নারী
নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরার তালা উপজেলায় পুলিশ কর্মকর্তার দ্বায়িক্ত অবহেলায় তিনদিনের কারাভোগ করলেন রুহী আকতার স্মৃতি নামে এক নারী ।অভিযুক্ত পুলিশ কর্মকর্তা মামুন তালা থানায় পুলিশ উপ-পরিদর্শক(এস. আই) হিসাবে কর্মরত ।গ্রেপ্তারকৃত রুহী আকতার স্মৃতির মায়ের নাম সালমা বেগম। অপরদিকে মামলার আসামী সুমী আক্তারে মায়ের নামও সালমা বেগম এবং ঠিকানা একই বলে জানা গেছে ।
অভিযোগে জানা গেছে, তালা উপজেলার বারুইআটি গ্রামের শহর আলীর মেয়ে রুহী আকতার স্মৃতিকে একটি চেক প্রতরণার মামলায় গত ২৩ ডিসেম্বর বিকালে তার বাড়িতে গ্রেপ্তার করতে যায় তালা থানার এস.আই মামুন। এ সময় ভুক্তভোগী রুহী আকতার স্মৃতি এস.আই মামুনের কাছে তাকে গ্রেপ্তারের ওয়ারেন্টের কাগজ দেখতে চাইলে এসআই মামুন সংশ্লিষ্ট কাগজ না দেখিয়ে বারুইআটি গ্রামের পুলিশের কথিত সোর্স শামিম খানের সহযোগিতায় রুহী আকতার স্মৃতিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলখানায় পাঠায় । পরে ২৬ ডিসেম্বর রুহী আকতার স্মৃতির স্বজনরা সাতক্ষীরা আদালত থেকে তাকে জামিন করার পর মামলার কাগজপত্রে দেখতে পান যে মামলায় রুহী আকতার স্মৃতিকে গ্রেপ্তার করা হয়েছে আসলে ওই মামলার প্রকৃত আসামী তালা উপজেলার আরিফুল ইসলামের স্ত্রী সুমি আক্তার স্মৃতি ।
এ বিষয়ে মামলার বাদি জাগরণী চক্র ফাউন্ডেশন শাখার ম্যানেজার সৈয়দ ইমারন আলী বলেন, আমি মাত্র এক মাস আগে এই শাখায় যোগদান করেছি। কাগজপত্র না দেখে বিস্তারিত কিছু বলতে পারবনা।
অভিযোগ অস্বীকার করে এস.আই মামুন বলেন, একইরকম নাম হওয়ায় ভুলক্রমে সুমি আক্তার স্মৃতির পরিবর্তে রুহী আকতার স্মৃতিকে গ্রেপ্তার হয়েছে। তবে তারা বিষয়টি আদালতকে জানালে কারাভোগ করতে হত না বলে দুঃখ প্রকাশ করেন ।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সেলিম মোল্লা বলেন, এ ঘটনার বিষয়ে কিছুই জানা নেই তার ।