কাদাকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ডিজিটাল ল্যাবে চুরি
আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার কাদাকাটি আইডিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দুঃ সাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ১৭ টি ল্যাপটপসহ ল্যাবের সকল যন্ত্রপাতি চুরি করে নিয়েগেছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।
সরকারি সহায়তায় বিদ্যালয়টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর সকল প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সরঞ্জাম প্রদান করা হয়েছে। বিদ্যালয় ভবনের দ্বিতীয় তলার একটি রুমে ল্যাব চালু করা হয়। স্থানীয় সূত্রে জানাগেছে, বিদ্যালয়ের নিরাপত্তার জন্য একজন নৈশ প্রহরী নিয়োগ থাকলেও তিনি ঠিকমত পাহারার দায়িত্ব পালন করেন না।
স্কুলের প্রধান শিক্ষক আলহাজ্ব এখলাছুর রহমান সাংবাদিকদের জানান, মঙ্গলবার তিনি স্কুল থেকে জরুরী কাজে চলে যাওয়ায় রাত্রিতে নৈশ প্রহরী শহিদুল ইসলাম দায়িত্ব পালন করছে কিনা দেখার সুযোগ হয়নি। সে রাত ১১ টার দিকে স্কুল থেকে চলে যাওয়ায় এ সুযোগে রাতের কোন এক সময় সংঘ বদ্ধ চোরেরা সিঁড়ির দরজার তালা ভেঙ্গে দ্বিতীয় তলায় উঠে ল্যাব রুমের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে ১৭ টি ল্যাপটপ, ১৭ টি চার্জার, ৫টি কিবোর্ড, ৮টি মাউস, ১টি রাউডার, ১টি অনু, ৩টি ব্যাগ ও টিভি রিমোট চুরি করে নিয়ে গেছে। বুধবার সকাল ৯ টার দিকে স্কুল খোলার পর চুরির ঘটনা জানাজানি হয়।
এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
Please follow and like us: