আশাশুনিতে দিন ব্যাপী কৃষক-কৃষানী প্রশিক্ষণ অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি:
আশাশুনিতে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্প এর আওতায় দিনব্যাপী কৃষক/কৃষানী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) সকালে আশাশুনি অফিসার্স ক্লাব হল রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারন অধিদপ্তর আশাশুনির আয়োজনে প্রতি গ্রুপে ৩০ জন করে কৃষক/কৃষানীর অংশ গ্রহনে প্রশিক্ষনে প্রশিক্ষক হিসাবে আলোচনা রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম, এসএপিপও মোঃ বিল্লাল হোসেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা তরিকুল ইসলাম। অনুষ্ঠানে পরিসাস, সবজি চাষ, অফ সিজনে তরমুজ চাষ, বস্তা ও টাওয়ার পদ্ধতিতে সবজি চাষ, লবণাক্ত পদ্ধতিতে চাষাবাদ, লবণ সহনশীল বোরো ধান চাষাবাদ এবং রোগ পোকা মাকড় নিয়ে আলোচনা করা হয়।
Please follow and like us: