জেলা বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সভাপতি সীমা ও সাধারণ সম্পাদক পলাশ
নিজস্ব প্রতিবেদক:
সাংগঠনিক কার্যক্রম বেগবান ও গতিশীল করার লক্ষে ‘বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’ এর পূর্বের কমিটি বিলুপ্ত করে সাতক্ষীরায় এক বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি সাঈদ মোহাম্মদ শাকিল, সাধারণ-সম্পাদক চেঙ্গিস খান রাজু ও যুগ্ম-সাধারণ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে সীমা সিদ্দীককে সভাপতি ও আতিক হাসান পলাশকে সাধারন সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট এই জেলা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি কামরুন্নাহার জলি, আনোয়ার হোসেন, রিজভী আহম্মেদ, রওনক বাশার, জাকিয়া রহমান জবা, বিকাশ কুমার চক্রবর্তী, যুগ্ম-সাধারণ সম্পাদক জাবের হোসেন, দিলারা বানু, ইলোরা আরবি, রাহেলা আক্তার, পিংকি কর্মকার, সাংগঠনিক সম্পাদক প্রিয়াংকা হাজরা, প্রদীপ কুমার, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল হাসান, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আবু ইসহাক, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, সহ-দপ্তর সম্পাদক নাজমা খাতুন, সদস্য সুব্রত ঘোষ, মাকসুদুর রহমান, আন্না পারভীন ও সপ্না পারভীন।