শ্যামনগরে বড়দিন উদযাপন
শ্যামনগর প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরে ২৫শে ডিসেম্বর খ্রিস্টান সম্প্রদায় যীশু খ্রিস্টের জন্মদিন স্মরণে ২০২৩ সালের বড়দিন ঐতিহ্য উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে উদযাপন হয়েছে ।
দিবসটি উপলক্ষে গির্জাগুলোতে উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন বা ক্রিসমাস ডে। গতকাল সোমবার বড়দিনে শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চার্চে খ্রিস্টান ধর্মাবলম্বীরা এ উৎসব উদযাপন করছেন। দিনটি ঘিরে ছবি তোলা, যিশুর জন্ম উপলক্ষে কেক কাটা, প্রার্থনাসহ নানা আয়োজন করা হয়েছিল।
গির্জাগুলো ঘুরে দেখা যায়, গির্জায় বড়দিন উপলক্ষে প্রদর্শন করা হচ্ছে সদ্যোজাত যিশু, যিশুর মা মেরি ও প্রাপ্তবয়সী যিশুর মূর্তি। খ্রিস্টান ধর্মের নারী-পুরুষেরা সেখানে শ্রদ্ধা নিবেদন করছেন।
বড়দিন পালনের অনুষ্ঠানে প্রেস ব্রেটেরিয়ান ইন বাংলাদেশে ও চার্চ অবদ্যা ন্যাজারীন ইন্টারন্যাশনাল চার্চের পালক, বাপ্পি দাস, শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে সদস্য সাধন দাস,জয় বিশ্বাস, গঙ্গাধর দাস, নিতাই বিশ্বাস, ভরত দাস, অশোক দাস, লক্ষ্মণ দাস, উত্তম মুন্ডা,মাধব দাস, বিদ্যুৎ দাস উপস্থিত ছিলেন।
Please follow and like us: