সাতক্ষীরা -২ আসনের স্বতন্ত্র প্রার্থী আফসার আলীর সাথে সাংবাদিকদের মতবিনিময়
রঘুনাথ খাঁঃ সাতক্ষীরা সদর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মোঃ আফসার আলী সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।শনিবার রাত ৮টায় সাতক্ষীরা প্রেসক্লাবের হলরুমে মতবিনিময়কালে বলেন, তিনি ছাত্রজীবনে বিএনপি’র রাজনীতির সমর্থন করতেন। সে সময় তিনি সাতক্ষীরায় জিয়াউর রহমানের সঙ্গে খাল কাটায় অংশ নিয়েছিলেন। সরকারি চাকুরির কারণে তিনি দীর্ঘদিন রাজনীতির বাইরে ছিলেন। বর্তমানে তিনি বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন। রয়েছে তার রিয়েল স্টেটের ব্যবসা। সাংসদ হিসেবে নির্বাচিত হলে তিনি সাতক্ষীরার জলাবদ্ধতা দূরীকরণ, ভোমরা বন্দরের উন্নয়ন, শহরের উপর দিয়ে প্রবাহিত প্রাণসায়ের খাল খনন, রাস্তাঘাট সংস্কার, নারী উন্নয়ন, বেকার যুবকদের আত্মকর্মসংস্থানসহ সাতক্ষীরাকে মাদকমুক্ত করতে চান। ঘুষ দূর্ণীতি ছাড়া তিনি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়া চালু করতে চান।
নির্বাচনে ট্রাক প্রতীক নিয়ে জয়লাভ করার ব্যাপারে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আফসার আলী বলেন, বিএনপি ও জামায়ত কখনোই জাতীয় পার্টির লাঙ্গল বা স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি মীর মোস্তাক আহম্মেদ রবিকে ভোট দেবে না। এ ছাড়াও তার অনেক ভোট রয়েছে আওয়ামী লীগ বন্ধুদের কাছে। তিনি পশুসম্পদ বিভাগে অনেকের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করিয়ে দেওয়ার সুযোগে ওই সব পরিবার ও তাদের আত্মীয় স্বজন তাকে ভোট দেবে। সাতক্ষীরা-২ আসনে ৩৫ থেকে ৪০ শতাংশ ভোট গণনা হবে এমন প্রত্যাশা করে তিনি বলেন, এবার ভোট শান্তিপূর্ণ হবে বলে তিনি আশাবাদি।
এসময় তার ছেলে প্রকৌশলী শামস ইসতেহাক শোভন উপস্থিত ছিলেন।