সরে গেলেন ঈগল প্রার্থী সর্মথন জানালেন নৌকাকে
ডেস্ক রিপোট :আসন্ন দ্বাদশ জাতীয় সংষদ নির্বাচনে যশোর-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ডা. তৌহিদুজ্জামানকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হাবিবুর রহমান। সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর এ ঘোষণা দেন স্বতন্ত্র প্রার্থী এসএম হাবিবুর রহমান। এ সময় তিনি জানান হুমকি ধামকি বা দলীয় চাপের মুখে নয় বরং আওয়ামী লীগকে ভালোবেসেই এ সিদ্ধান্ত নিয়েছেন।
সংবাদ সম্মেলনে এসএম হাবিবুর রহমান বলেন, আওয়ামী লীগ প্রার্থী ডা. তৌহিদুজ্জামানকে সমর্থন দিতেই নির্বাচন থেকে সরে এসেছি। আপামর জনতার সঙ্গে মিলেমিশে কাজ করতে চাই। বিগত দিনে চৌগাছা উপজেলা চেয়ারম্যান হয়েও উন্নয়ন কর্মকাণ্ডে ভূমিকা রেখেছি। আসন্ন নির্বাচনকে অংশগ্রহণমূলক করার জন্য আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছিলাম। কিন্তু জাতীয় নির্বাচনে দলীয় প্রর্তীক নৌকার বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়া দলের সঙ্গে বেইমানি করা হচ্ছে। ঠিক তেমনি প্রিয় নেত্রীকে অবজ্ঞা করা হচ্ছে। এজন্য আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। তাই নৌকার ভোটারদের বিভক্ত না করে নৌকাকে বিজয়ী করাটাই দায়িত্ব বলে মনে করি। আগামী ৭ জানুয়ারি নির্বাচনে ভেদাভেদ ভুলে নৌকা মার্কায় ভোট দিতে আহ্বান জানান এসএম হাবিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী ডা. তৌহিদুজ্জামান, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন, চৌগাছা উপজেলা চেয়ারম্যান ড. মুস্তানিছুর রহমান, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, ঝিকরগাছা পৌরসভার মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল প্রমুখ।