উপজেলাকে একটি মডেল ও পৌরসভাকে সিটি কর্পোরেশন করতে চান–এমপি রবি
মাহফিজুল ইসলাম আককাজ : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২আসনের স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির ঈগল প্রতীকের অফিস উদ্বোধন, নির্বাচনী গণসংযোগ, পথসভা ও ঈগল প্রতীকের লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) বিকালে সদরের বাজারে ভোমরা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সভাপতি ও ইউপি সদস্য মো. নেছারুল্লাহ আল-মামুন’র সভাপতিত্বে নির্বাচনী অফিস উদ্বোধন করা হয় । পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা-২ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, ভোমরা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সভাপতি ও ইউপি সদস্য মো. নেছারুল্লাহ আল-মামুন ,জেলা যুবলীগের সদস্য এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ, পৌর যুবলীগের সভাপতি মো. মনোয়ার হোসেন অনু, সাধারণ সম্পাদক এস.এম তুহিনুর রহমান তুহিন, সরফরাজ নেওয়াজ খান অর্প, মো. আছাদুল ইসলাম খোকন, ভোমরা স্থলবন্দর শ্রমিক ফেডরেশনের আজিবুর রহমান আলিম, ছাত্রলীগ নেতা শেখ মোস্তাফিজুর রহমান শোভন, কাজী সাদিকুজ্জামান দীপ প্রমুখ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“আমি একটি সুন্দর ও নান্দনিক সাতক্ষীরা গড়তে চাই এজন্য শুধু প্রয়োজন আপনাদের সহযোগিতা। আগামী ৭ জানুয়ারি আমার ঈগল প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করে আর একটিবার মহান সংসদে পাঠালে আমি জননেত্রী শেখ হাসিনার অঙ্গিকার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সাতক্ষীরা সদর উপজেলাকে একটি মডেল উপজেলা ও সাতক্ষীরা পৌরসভাকে সিটি কর্পোরেশন করতে করতে চায়। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে বয়সের শেষ প্রান্তে। আমার চাওয়া পাওয়ার আর কিছুই নাই। আমি চায় সাতক্ষীরার মানুষে সুখে ও শান্তিতে থাক। আমি সদর নির্বাচনী এলাকার মানুষের সুখে দুঃখে পাশে থাকতে চায় এবং জনগণের চাকর হিসাবে কাজ করতে চায়। পথসভা শেষে শ্রীরামপুর বাজারে ঈগল প্রতীকের লিফলেট বিতরণ করা হয়।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবলীগের সদস্য এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ।