আশাশুনিতে এনজিও কর্মীকে মারিপিটের হুমকি
আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনিতে এনজিও কর্মী মোসাদ্দেক হোসেনকে মারপিট, হুমকী ও ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগে থানায় জিডি করা হয়েছে।
ভুক্তভোগী হলেন একই এলাকার আঃ গনি সরদারের ছেলে মোসাদ্দেক হোসেন । তিনি জানান, বর্তমানে তিনি বেসরকারী সংস্থা ‘এজ’ এ কর্মরত আছেন। অভিযুক্ত খায়রুল বাশার তার ফেসবুক khurul Basar আইডিতে গত ২৭ নভেম্বর থেকে বিভিন্ন সময় তাকে ও এনজিওকে নিয়ে প্রতারনা মূলক এবং আপত্তিকর বক্তব্য লিখে ছবিসহ পোস্ট দিয়ে আসছে। গত ২৩ ডিসেম্বর দুপুর ১২ টার দিকে আশাশুনি বাজার মসজিদের সামনে বিবাদীকে পেয়ে ফেসবুকে লেখার বিষয়ে জিজ্ঞাসা করলে তাকে মারপিট সহ প্রাণ নাশের হুমকী দেয় খায়রুল । বাধ্য হয়ে খায়রুল তিনি থানায় জিডি করেছেন ।। এব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থাসহ সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি ।
Please follow and like us: