সাতক্ষীরায় এবার মুক্তিযোদ্ধারা সমর্থন দিলেন এমপি রবিকে
মাহফিজুল ইসলাম আককাজ : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা -১ আসনে নৌকা প্রতীক না থাকায় ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবির প্রতি সমর্থণ জানালেন সাতক্ষীরার মুক্তিযোদ্ধারা। শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকা ও পৌর এলাকার বীর মুক্তিযোদ্ধাদের সাথে এক মতবিনিময়কালে বীর মুক্তিযোদ্ধারা বলেন, “এমপি রবি একজন বীর মুক্তিযোদ্ধা। সে সব সময় মুক্তিযোদ্ধাদের স্বার্থে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছেন। মহান জাতীয় সংসদে তিনি আমাদের সম্মানী ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবী তুলে ধরে জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় তা বাস্তবায়ন করেছেন এবং আমাদেরকে সম্মানিীত করেছেন। আমরা সকল সময় সুখে-দুঃখে তাকে কাছে পেয়েছি। তিনি মুক্তিযুদ্ধের চেতনার মানুষ ও একজন মুক্তিযুদ্ধের সংগঠক। তাকে আমরা আবারও মুক্তিযোদ্ধারা ও সাতক্ষীরার মানুষ এমপি হিসেবে পেলে খুবই উপকৃত হবে। আগামী ৭ জানুয়ারির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এমপি রবির ঈগল পাখি প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান । সেই সাথে বীর মুক্তিযোদ্ধা এমপি রবিকে নিয়ে মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা ।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শ্রমিক নেতা এম.এ খালেক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, মো. আলতাপ হোসেন, আজগর আলী, আব্দুস সাত্তার, আমিনুর রহমান, আদর আলী, আব্দুস সাত্তার, আবুল হোসেন, গোলাম রহমান চুয়ে, শেখ তৈয়েবুর রহমান শান্ত,
আব্দুস সোবহান, আব্দুর রাজ্জাক, আজিজ হাসান প্রমুখ।