কাচি প্রতিকের প্রার্থী চাইলেন নাঙ্গলের ভোট
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-২ আসনে বীরমুক্তিযোদ্ধার কাছে ভোট প্রার্থনার মধ্যদিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী এনছান বাহার বুলবুল। তবে, তিনি নিজের জন্য নয়, ভোট চেয়েছেন লাঙ্গলের প্রার্থী আশরাফুজ্জামান আশুর পক্ষে। শনিবার সকালে সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা সাবেক অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা সুভাষ সরকারের বাড়িতে এনছান বাহার বুলবুলের নেতৃত্বে কয়েকজন এলাকাবাসী হাজির হন। এসময় তার কাছে লাঙ্গলের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।
এনছান বাহার বুলবুল সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৭ জানুয়ারীর নির্বাচনে কাচি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
এ বিষয়ে এনছান বাহার বুলবুলের সাথে কথার বললে তিনি বলেন, আমি নির্ধারিত সময়ে প্রার্থীতা প্রত্যাহার করতে পারিনি। তাই জাতীয় পাটির প্রার্থী আশরাফুজ্জামান আশুর সমর্থনে মাঠে নেমেছি। আমাকে যারা ভালোবাসেন আমি তাদেরকে লাঙ্গলে ভোট দেওয়ার আহবান জানাচ্ছি।