নৌকা বিজয়ের লক্ষ্যে তালায় আওয়ামীলীগের বর্ধিত সভা
Post Views:
২২৪
তালা প্রতিনিধিঃ সাতক্ষীরার তালায় উপজেলায় দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী ফিরোজ আহমেদ স্বপনকে বিজয়ী করার লক্ষে বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে।শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে মহিলা ডিগ্রী কলেজে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মীর জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ আসনের নৌকা প্রতিকের প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,ও যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম।আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, আইন বিষয়ক সম্পাদক অনিত মুখার্জী, উপ-প্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, জেলা পরিষদ সদস্য ইন্দ্রজীৎ দাশ বাপী, উপজেলা যুবলীগের সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠিক সম্পাদক মোজাফ্ফর রহমান, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।এসময় তারা বলেন, প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে প্রধান মন্ত্রীর উন্নয়নের কথা প্রচার করে ভোটারদের কেন্দ্রে নিয়ে আসতে হবে।
জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়কে ঠেকিয়ে রাখা যাবে না। বিজয়কে সুনিশ্চিত করার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে। আগামী ৭ জানুয়ারী সংসদ নির্বাচনে সকল বিভেদ ভূলে এক সঙ্গে নৌকাকে বিজয়ী করার আহবান জানান।