জম্মু-কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলা, পাঁচ সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের জম্মু ও কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলিতে পাঁচ সেনা নিহত হয়েছে জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনী।
বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল পৌনে চারটোর দিকে রাজৌরি ও পুঞ্চ অঞ্চলের ডেরা কি গলি এলাকা দিয়ে সেনাবাহিনীর দুটি গাড়ি পার হওয়ার সময় বিচ্ছিন্নতাবাদীরা সেগুলো লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।
ঘটনাস্থলেই তিন জওয়ান নিহত হন। আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মারা যান দুই সেনা সদস্য।
এনডিটিভি জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী বুধবার রাত থেকেই ডেরা কি গলি এলাকা ও আশপাশে অভিযান চালাচ্ছিলো।
শুক্রবার শেষ খবর পর্যন্ত দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলছিলো।
আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, এই হামলার দায় নিয়েছে লস্কর-ই-তৈয়্যবা শাখা সংগঠন দ্য পিপলস অ্যান্টি-ফ্যাসিস্ট ফ্রন্ট (পিএএফএফ)।
ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর এক মুখপাত্র বৃহস্পতিবার বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাত থেকেই ডেরা কি গলি এলাকায় যৌথ অভিযান চালানো হচ্ছে।
গত মাসে রাজৌরির কালাকোটে ভারতীয় সেনাবাহিনী ও স্পেশাল ফোর্স বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় দুই ক্যাপ্টেনসহ পাঁচ সেনা নিহত হয়েছিলো।
গত কয়েক বছর ধরে এই অঞ্চলটি সেনাবাহিনীর ওপর হামলা চালানোর একটি ক্ষেত্র হয়ে উঠেছে, যেখানে বিচ্ছিন্নতাবাদীদের আনাগোনা আগের তুলনায় অনেক বেড়েছে।
চলতি বছরের এপ্রিল ও মে মাসে রাজৌরি-পুঞ্চ অঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের দু’টি হামলায় ১০ সেনা নিহত হয়।
গত দুই বছরে অঞ্চলটিতে বিচ্ছিন্নতাবাদী অভিযান চলাকালে ৩৫ জনেরও বেশি সেনা নিহত হয়।