এলাকায় ঘুরে ঘুরে ট্রাক মার্কায় ভোট চাচ্ছেন মাহি
ডেস্ক নিউজ:
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি (শারমিন আক্তার) ট্রাক প্রতীক নিয়ে প্রচার শুরু করেছেন।
শুক্রবার সকাল ৯টায় তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভা চত্বর থেকে গণসংযোগ শুরু করেন অভিনেত্রী।
শুরুতেই তিনি ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন ও তার প্রতীক ট্রাক মার্কায় ভোট চান।
নির্বাচিত হলে জনগণের পাশে থেকে সেবক হয়ে কাজ করে যাওয়ার অঙ্গীকার জানিয়েছেন তিনি। এছাড়াও নির্বাচনী এলাকা তানোর ও গোদাগাড়ী উপজেলাকে আধুনিকতার ছোঁয়ায় উন্নয়নের প্রতিশ্রুতিও দেন মাহি।
দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন মাহিয়া মাহি। কিন্তু সেই আসনে দলীয় মনোনয়নবঞ্চিত হয়ে তিনি রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।
তবে এক শতাংশ ভোটারের স্বাক্ষরের গরমিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তা। পরে নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পান তিনি।
আজাদে বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ শামীমেরআজাদে বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ শামীমের
আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত আট, আটক ১০আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত আট, আটক ১০
রাজশাহী-১ আসনের বর্তমান সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক পেয়েছেন। তিনি এবং মাহি বাদেও আরও ছয়জন প্রার্থী রয়েছেন এ আসনে।