লাখ টাকায় ৪অপরাধীকে ছেড়ে দেয়ার অভিযোগ পুলিশ কর্মকর্তা আল ইসলামের বিরুদ্ধে
নারানগজ্ঞ বন্দর প্রতিনিধিঃ স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে আটককৃত ৪আসামীকে লাখ টাকার বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার কামতাল তদন্ত কেন্দ্রের এস.আই আল ইসলামের বিরুদ্ধে। বুধবার(২০সে ডিসেম্বর)সকালে বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের শেখ জামাল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে কামতাল গ্রামের আবুল হোসেনের ছেলে শরিফুল (২২) ও মালিভিটা গ্রামের ইসমাইল হোসেন ছেলে অটোড্রাইভার হাবিবুর (২৩) তাকে ধষনের চেষ্টা করে।এসময় ওই স্কুল ছাত্রীর ডাকচিৎকার শুনে এলাকাবাসীর সহযোগিতায় কামতাল তদন্ত কেন্দ্রের এসআই আল ইসলাম ৪জনকে আটক করে তদন্ত কেন্দ্রে নিয়ে যায়।পরবর্তীতে ১ লক্ষ টাকার বিনিময়ে আসামীদের ছেড়ে দেন এস.আই আল ইসলাম বলে জানায় স্থানীয়রা।
ভুক্তভোগী ওই স্কুল ছাত্রীর মা জানান, মেয়ে কামতাল তদন্ত কেন্দ্রে রয়েছেন এ খবর শুনে সেখানে যান তিনি ।এসময় তিনি জানতে পারেন মেয়েকে এলাকার কিছু বখাটে ছেলেরা তুলে নেওয়ার চেষ্টা করেছে।এরপর তাকে ও মেয়েকে বাড়িতে পাঠিয়ে দেন ওই পুলিশ কর্মকর্তা ।
পরবতীতে তিনি জানতে পারেন কামতাল তদন্ত কেন্দ্রের এসআই আল ইসলাম কোন প্রকার আইনগত ব্যাবস্থা না নিয়ে টাকার বিনিময়ে আসামীদের ছেড়ে দিয়েছেন।
বিষয়টি নিয়ে অভিযুক্ত এসআই আল ইসলামের সাথে কথা বললে, তিনি লাখ টাকার প্রসঙ্গ এড়িয়ে মাত্র ৮ হাজার টাকার বিনিময়ে আসামী ছেড়েছেন বলে অপকটে স্বীকার করেন ।