মুন্সীগঞ্জ ইউনিয়নে নৌকার প্রার্থী আতাউল হক দোলনের জনসভা অনুষ্ঠিত
আশিকুজ্জামান লিমন:
প্রতিশ্রুতি নই, বাস্তবয়ন করবো ৷ শ্যামনগর মুন্সীগঞ্জ ইউনিয়নে নৌকার প্রার্থী আতাউল হক দোলনের জনসভা অনুষ্ঠিত হয়েছে ৷
২০ ডিসেম্বর ২০২৩ তারিখ বিকাল ৪ টায় মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদ সংলগ্ন বনশ্রী শিক্ষা নিকেতন মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয় ৷
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং নৌকার প্রতিকের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী আতাউল হক দোলন, সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ,কে ফজলুল হক ৷
বিশেষ অতিথি, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জিএম সফিউল আযম লেনিন,
জেলা আওয়ামী লীগের শিল্প ও বার্নিজ্য বিষয়ক সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শেখ এজাজ আহম্মেদ স্বাপন, জেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক স,ম আব্দুস সাত্তার,
শ্যামনগর উপজেলা আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সাঈদ-উদ-জামান সাঈদ, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, খালেদা আয়ুব ডলি, ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ জাফরুল আলম বাবু, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিছুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু অসীম কুমার মৃধা, রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন, ঈশ্বরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম শোকর আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নুরনগর ইউনিয়নের চেয়ারম্যান বখতিয়ার আহমেদ, কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম, আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু সালেহ বাবু, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড মোহাজার হোসেন কান্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার মেহেদী হাসান সুমন, জাতীয়পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা মহিলা জাতীয়পার্টির সভানেত্রী ও উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান সাফিয়া পারভীন,
রতনপুর ইউনিয়নের চেয়ারম্যান আলিম আল-রাজী টোকন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল, বীর মুক্তিযোদ্ধা ও মথুরেশপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাকিম, ধলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকাত হোসেন, মৌতলা ইউনিয়নের চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা।
জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা বাংলার সঞ্চলনায়, সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মতিউর রহমান সরদার।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন, মুন্সীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার মৃধা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রতিশ্রুতি নই, বাস্তবয়ন করবো ইনশাল্লাহ। শ্যামনগর আংশিক কালিগঞ্জকে নতুনরুপে আপনাদের সামনে তুলে ধরবো। বিগত দিনে উপজেলা চেয়ারম্যান হিসেবে যেভাবে পাশে ছিলাম, সেভাবেই পাশে থাকবো ৷ মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নকে অব্যহত রাখতে আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে নৌকা প্রতিকে ভোট দিয়ে আপনাদের পাশে থাকা সুযোগ করে দিন।