৫০০ কোটির ঘরে ‘অ্যানিমেল’
বিনোদন ডেস্ক:
‘পাঠান’ আর ‘গদর-২’ সিনেমার রেকর্ড ভাঙার দৌড়ে আরো এগিয়ে গেল রণবীর কাপুরের ‘অ্যানিমেল’। এরই মধ্যে ৫০০ কোটির ঘরে প্রবেশ করল সিনেমাটি। রোমান্স আর অ্যাকশনধর্মী এ সিনেমা নিয়ে দর্শকদের উন্মাদনা এখনো কমছে না।
এত উন্মাদনার মধ্যেও এই ছবির ‘টক্সিসিটি’ নিয়ে বিতর্ক চলছেই। ছবি জুড়ো হিংসা, মারামারি, যৌনতা। যা দেখে অনেকেই দাবি করছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই সিনেমা ‘বিষাক্ত পৌরুষ’-কে তুলে ধরেছে। যেখানে মানসিকভাবে অসুস্থ এক ব্যক্তি বাবাকে ভালোবাসার নাম করে একের পর এক খুন করে যায়। দুই নায়িকা তৃপ্তি দিমরি আর রশ্মিকা মন্দনার সঙ্গে আপত্তিকর দৃশ্যও রয়েছে রণবীরের।
তবে সব ধরনের সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে ব্যবসা করেই চলেছে ‘অ্যানিমেল’। মাত্র ১৭ দিনে ভারতের আয়ের ভিত্তিতে ছবি ঢুকে গেল ৫০০ কোটির ঘরে। আপাতত চারটি বলিউড ছবি ৫০০ কোটির ঘরে ঢুকেছে। যার মধ্যে দুটি শাহরুখ খানের, পাঠান আর জওয়ান। এছাড়া রয়েছে সানি দেওলের গদর-২ ও রণবীর কাপুরের ‘অ্যানিমেল’।
রোববার রণবীর কাপুরের ছবির সংগ্রহ ১৫ কোটি। আর ভারতের বাজারে ‘অ্যানিমেল’র মোট আয় ১৭ দিনে ৫১২ দশমিক ৯৪ কোটি। অর্থাৎ পাঠান আর গদর ২-কে ছুঁইছুঁই করছে ‘অ্যানিমেল’।