আমি কাজে বিশ্বাসী সাতক্ষীরায় নবগত পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী
নিজস্ব প্রতিনিধিঃ পুলিশ জনগনের প্রকৃতপক্ষে বন্ধু হওয়া উচিত।আমারা ডিজিটাল বাংলাদেশের পুলিশ। আমার পুলিশের দ্বারা কোন নির্যাতন হলে আমি ব্যাবস্থা নিব। আমি কাজে বিশ্বাসী আপনার সকলে আমাকে সহযোগিতা করুন, আমি যাতে জনবান্ধব মুলক জেলা পুলিশ গড়তে পারি।আমাদের সামনে বড় চ্যালেঞ্জ সুস্থ সুন্দর নির্বাচন করা। আপনাদের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার রয়েছে। আমার বিরুদ্ধে কোন নেগেটিভ কিছু লেখার আগে একটু সুযোগ দিবেন, আমি যাতে শুধরাতে পারি।আমি প্রত্যান্ত অঞ্চল থেকে লেখাপড়া করে এখানে উঠেছি।আমরা প্রত্যেকে স্বপ্ন দেখি তা আবার বাস্তবায়নের করার চেষ্টা করি।আমি নিঃস্বার্থভাবে সাতক্ষীরায় কাজ করতে এসেছি আপনার আমাকে সহযোগিতা করুন। এ দেশে অসাম্পাদিয়ক চেতনার জন্য মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছেন।সকলে মিলে আমরা একটি সুন্দর সাতক্ষীরা গড়ব। সোমবার দুপুরে সাতক্ষীরা জেলা পুলিশ আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী কথা গুলো বলেন।
সভায় আরো বক্তব্য রাখেন সাতক্ষীরায় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কালের চিত্রের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু আহম্মদে, সাতনদীর সম্পাদক হাবিবুর রহমান, ভোরের কাগজের মশিউর রহমান ফিরোজ, ৭১টিভির জেলা প্রতিনিধি বরুন ব্যানার্জী, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, চ্যানেল ২৪ আমিনা বিলকিস ময়না, নিউজ ২৪ মনিরুল ইসলাম মনি, বনিক বার্তার গোলাম সরোয়ার, মানবকন্ঠের অসীম বরুন চক্রবর্তী প্রমূখ। এসময় সেখানে
উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যাপস) আমিনুর রহমান (ডিএসবি) আতিকুল ইসলাম,জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক তারেক ফয়সাল বিন ইবনে আজিজ,জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক ইয়াসিন আলম চৌধুরীর,টি আই শ্যামল অধিকারী সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা বৃন্দ।
Please follow and like us: