দেবহাটায় যুবদল নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ
দেবহাটা প্রতিনিধি:
দেবহাটায় দলবল নিয়ে সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজ (৩৮)’র বিরুদ্ধে। তিনি উপজেলার উত্তর কুলিয়া গ্রামের মুক্তিযোদ্ধা মরহুম আমজাদ আলী মন্ডলের ছেলে।
রোববার (১৭ ডিসেম্বর) সকাল থেকে কুলিয়া ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন লাবণ্যবতী খালপাড়ের চরভরাটি অন্তত দুই বিঘা সরকারি জমি দলবল নিয়ে বাশের বেঁড়া দিয়ে ওই যুবদল নেতা দখল করে নিয়েছেন বলে অভিযোগ করেছেন কুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আছাদুল হক।
আছাদুল হক বলেন, ‘চলতি অর্থবছরে সরকারি বরাদ্দে কুলিয়ার লাবণ্যবতী খালটি পুন:খনন করে পানি উন্নয়ন বোর্ড। ফলে খালের মাটিতে ভরাট হয়ে বেড়িবাঁধের পাশ দিয়ে চরভরাটি বিস্তৃর্ণ সরকারি জমি বেরিয়ে এসেছে। সম্প্রতি ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন চরভরাটি এ বিস্তৃর্ণ সরকারি জমিতে নজর পড়ে উপজেলা যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজের। রোববার সকাল থেকে মেহেদী হাসান সবুজ বেশ কিছু যুবদল নেতাকর্মীকে সাথে নিয়ে বাশের বেঁড়া দিয়ে চরভরাটি অন্তত দুই বিঘা সরকারি জমি দখলে নিতে শুরু করেন। খবর পেয়ে জবরদখল বন্ধ করতে ইউনিয়ন পরিষদ থেকে তিনি ঘটনাস্থলে গ্রাম পুলিশ পাঠালেও, মেহেদী হাসান সবুজ সরকারি জমি দখল থেকে বিচ্যুত হয়নি। দখলকৃত সরকারি জমি পুনরুদ্ধারে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ চেয়েছেন ইউপি চেয়ারম্যান আছাদুল হক।’
এব্যাপারে যুবদল নেতা মেহেদী হাসান সবুজের কাছে জানতে চাইলে লাবণ্যবতী খালপাড়ের চরভরাটি সরকারি জমি দখলের সত্যতা স্বীকার করে তিনি বলেন, ‘দখলকৃত জমির দক্ষিণে আমার মামাদের রেকর্ডীয় জমি আছে। রেকর্ডীয় জমি সংলগ্ন খালপাড়ের এসব সরকারি জমি পূর্বে আমার মামাদের দখলে ছিল। কিন্তু খাল পুন:খননের সময় তা উচ্ছেদাভিযানে বেদখল হয়। আজ আবার সেগুলো বাশের বেঁড়া দিয়ে দখল করে নিয়েছি।’