কাজী ফিরোজ হাসান সাতক্ষীরা পৌরসভার মেয়র পদে বহাল
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদের পদটি শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জারি করা গেজেট স্থগিত করেছে হাইকোর্ট। রোববার (১৭ ডিসেম্বর) সকালে এক আদেশে হাইকোর্টের আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত।এ কারনে পৌরসভার প্যানেল মেয়র-১ কাজী ফিরোজ হাসানের মেয়র পদে দ্বায়িক্ত পালনে আর কোন বাধা থাকলো না।
এর আগে ২৩ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর–১ শাখার উপসচিব আব্দুর রহমানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সাতক্ষীরা পৌরসভার মেয়রের পদটি শূন্য ঘোষণা করা হয় । একই সাথে অন্য এক প্রজ্ঞাপনে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে কাজী ফিরোজ হাসান কে দায়িত্ব দে্ওয়া হয়।
এদিকে ১১ ডিসেম্বর মন্ত্রণালয়ের গেজেট চ্যালেঞ্জ করে তাজকিন আহমেদের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ রুলসহ গেজেট স্থগিত করেন। সিনিয়র সহকারী সচিব ও সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দিন জানান, সম্প্রতি সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদের পদটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ ব্যাপারে বরখাস্থ হওয়া মেয়র তাজকিন আহমেদ গেজেট চ্যালেঞ্জ করে হাইকোর্ট বিভাগে রিট মামলা দায়ের করেন। হাইকোর্ট উক্ত গেজেট ছয় মাসের জন্য স্টে করেন। সিই প্রেক্ষিতে, সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান আপীল বিভাগের চেম্বার আদালতে সিএমপি ফাইল করেন। সিএমপির আজ আপীল বিভাগের ফুল বেঞ্চে শুনানী অনুষ্ঠিত হয়।
তিনি আরো বলেন, তাজকিন আহমেদের করা সিভিল মিস পিটিশন ১১১৯/২০২৩ মামলায় হাইকোর্ট প্রদত্ত আদেশ আপীল বিভাগের ফুলবেঞ্চ স্থিতিবস্থা জারি করেছেন। আজ আপীল বিভাগের চারজন বিচারপতি সমন্বয় গঠিত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি মো: এনায়েতুর রহিম ও বিচারপতি বিচারপতি আবু জাফর সিদ্দিকী এবং বিচারপতি জাহাঙ্গীর হোসেন এই আদেশ দেন। যার, কাজী ফিরোজ হাসানের মেয়র পদে থাকার বাধা থাকলো না।