সাতক্ষীরায় মহান বিজয় দিবস পালন
Post Views:
৪০৪
রঘুনাথ খাঁ:
নতুন প্রজন্মের মধ্যে জাতীয় পতাকা হস্তান্তরের মাধ্যমে সাতক্ষীরায় পালিত হয়েছে মহান বিজয় দিবস।
সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে ৩১ বার তোপধ্বনি, পতাকা উত্তোলন ও বেলুন ওড়ানোর মাধ্যমে দিবসটির শুভ সূচনা করেন জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির।
এসময় তার সাথে আরও উপস্থিত ছিলেন নবাগত পুলিশ সুপার মোঃ মতিউর রহমান সিদ্দিকী।
দিবসটি পালন উপলক্ষে কুচকাওয়াজ ও মার্চপাস্ট প্রদর্শন করে পুলিশ ও আনসার বাহিনী সহ স্কুল ও কলেজ শিক্ষার্থীরা। পরে তাদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।
এর আগে শহরের খুলনা মোড়ে বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তারা।