নামাজে দোকানি, দিনে-দুপুরে তালা কেটে ৪০ ভরি স্বর্ণালংকার চুরি
ডেস্ক নিউজ:
নোয়াখালীর সোনাইমুড়ীতে একটি জুয়েলারি দোকানে দিনে-দুপুরে তালা কেটে ৪০ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে।
শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টার ৩৮ মিনিটের দিকে উপজেলার সোনাইমুড়ী বাজারের মোতালেব প্লাজার আমিন জুয়েলার্সে এ চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী আমিন জুয়ের্লাসের মালিক সাকায়েত উল্ল্যাহ জানান, শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে দোকান থেকে জুমার নামাজ পড়তে মসজিদে যান তিনি। ওই সময় এক ব্যক্তি দোকানের তালা কেটে ভেতরে ঢুকে ৪০-৪৫ স্বর্ণ নিয়ে যান।
সোনাইমুড়ী থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, চুরির একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে। একজন পাঞ্জাবি পরিহিত লোক চুরি করছিলেন। নামাজের সময় ওই ব্যক্তি একটি ব্যাগ হাতে নিয়ে তালা ভেঙে দোকানে ঢুকেন। দোকানের মালিক প্রথম বলেছে ১৫-২০ ভরি স্বর্ণ চুরি হয়েছে। এখন তিনি বলছেন ৪০-৪৫ ভরি স্বর্ণ চুরি হয়েছে।
ওসি আরো বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্বর্ণ চুরির ঘটনার ক্লু উদঘাটন কাজ করছে পুলিশ।
প্রসঙ্গত, গত ৮ ডিসেম্বর ভোরে জেলার কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের চাপরাশিরহাট পশ্চিম বাজারের এক নৈশপ্রহরীকে হত্যা করে মা-মনি জুয়েলার্স ও নুর জুয়েলার্স নামে দুইটি জুয়েলারি দোকানে ডাকাতির ঘটনা ঘটে।