কলারোয়ায় মাছ ধরতে যেয়ে ঘেরে নামার আগেই মৃত্যু
Post Views:
৩৩৭
স্টাফ রিপোর্টার:
শ্রমিক হিসেবে মাছ ধরতে যেয়ে রমজান আলী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।শনিবার ভোরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বসন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত রমজান আলী ভুট্টো(৫৫) কলারোয়া উপজেলার বসন্তপুর গ্রামের আবু তালেব সরদারের ছেলে।
বসন্তপুর গ্রামের রাশেদুল সরদার জানান,তার বাবা রমজান আলী ভুট্টো শনিবার ভোরে একই গ্রামের আনার আলীর ঘেরে মাছ ধরতে যান। ঘেরে নামার আগেই বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। কিছুক্ষণ পর তিনি ঘটনাস্থলে মারা যান। বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানান রাশেদুল।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম জানান,বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।