সাতক্ষীরায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত
রঘুনাথ খাঁ:
১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাবেক মুক্তিযোদ্ধা কমাণ্ডার মোশাররফ হোসেন মশু, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সাতক্ষীরা শাখার উপপরিচালক মাশরুবা ফেরদৌস, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক ) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আলামিন হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বাঙালি জাতিকে মেধাশূন্য করার জন্য পাকিস্তানিরা দেশের মেধাবী সন্তানদের হত্যা করেছিলো। পরাজয় নিশ্চিত জেনে তারা বেছে বেছে জাতির পথপ্রদর্শকদের হত্যা করে প্রমান করেছিলো পাকিস্তানিরা জাতি হিসাবে অত্যন্ত বর্বর।
এর আগে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বুদ্ধিজীবিদের প্রতি পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
Please follow and like us: