ফের সাতক্ষীরা -১আসনে মহাজোটের প্রার্থী হলেন মুস্তফা লুৎফুল্লাহ
অনলাইন ডেস্কঃ অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সাতক্ষীরা ১আসনে মহাজোটের প্রার্থী হলেন বর্তমান সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফূল্লাহ।জানা গেছে, বরিশাল-৩ আসনে রাশেদ খান মেনন, রাজশাহী-২ আসনে ফজলে হোসেন বাদশা ও সাতক্ষীরা-১ আসনে মুস্তফা লুৎফুল্লাহ এসব আসনে দলীয় প্রার্থীর বদলে ওয়ার্কার্স পার্টি নৌকায় নির্বাচন করবে।গত কয়েদিন ধরে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দলগুলোর সঙ্গে ৭টি আসনে দফা রফা করেছে ক্ষমতাসীনরা। ওয়ার্কার্স পার্টি, জাসদ ও জাতীয় পার্টি (জেপি) এ তিনটি দলকে ৭টি আসন দিয়ে জোটের দুঃখ দূর করা হয়েছে।দফায় দফায় বৈঠক করে শেষ পর্যন্ত নৌকা প্রতীক নিতে পেরেছে শরিকেরা। তবে শরিক দলগুলোর স্বতন্ত্র প্রার্থী প্রত্যাহারের দাবি রাখেনি আওয়ামী লীগ। নৌকা প্রতীকে নির্বাচন করলেও স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে ভোট যুদ্ধ থেকেই যাচ্ছে।এ বিষয়ে ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু বলেন, জোটের শরিক দলগুলোর সঙ্গে ৭টি আসনে সমঝোতা হয়েছে। তিনি বলেন, জাসদকে ৩টা আসন দেওয়া হয়েছে। ওয়ার্কাস পার্টিকেও ৩টা। জাতীয় পার্টি (জেপি) ১টা।