ক্রিকেটে ‘অদ্ভুত’ নতুন নিয়মের যাত্রা, না মানলেই বিপত্তি
স্পোর্টস ডেস্ক:
ক্রিকেটকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে প্রতিনিয়তই নিত্যনতুন নিয়ম চালু করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কখনো কখনো ক্রিকেট মাঠের বিশৃঙ্খলা এড়াতেই বিশেষ কিছু পদক্ষেপ নেয় সংস্থাটি। যাতে বাইশ গজের ক্রিকেট প্রাণবন্ত হয়ে ওঠে।
সম্প্রতি নতুন একটি নিয়ম উদ্ভাবন করেছে আইসিসি। যার নাম দেওয়া হয়েছে ‘স্টপ ক্লক’। মূলত ম্যাচ যাতে সময়ের মধ্যে শেষ করা যায়, সেই কারণেই এই নিয়ম চালু করতে চায় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
আইসিসির ‘স্টপ ক্লক’ নিয়মের ফলে দুটি ওভারের মাঝে ফিল্ডিং দল তৈরি হওয়ার জন্য সময় পাবেন ১ মিনিট (৬০ সেকেন্ড)। যদি কোনো দল একটি ম্যাচে তিন বার দেরি করে, তাহলে পেনাল্টি হিসাবে ব্যাটিং দলকে পাঁচ রান উপহার দেওয়া হবে।
বিষয়টি নিয়ে আইসিসির জেনেরাল ক্রিকেট ম্যানেজার ওয়াসিম খান বলেন, ‘কি ভাবে দ্রুত ম্যাচ শেষ করা যায় সেই দিকে নজর দিয়েছি আমরা। সাদা বলের ক্রিকেটে এই স্টপ ক্লক নিয়ম চালু করা হচ্ছে। ২০২২ সাল থেকে ফিল্ডিং দল দেরি করলে ৩০ গজের মধ্যে একজন ফিল্ডার বাড়তি রাখতে হয়। এই নিয়মের পর স্টপ ক্লকের নিয়ম আনা হচ্ছে।’
একটি এক দিনের ম্যাচ (ওডিআই) শেষ হতে আট থেকে সাড়ে আট ঘণ্টা সময় লাগে। আর একটি টি-২০ ম্যাচ শেষ হতে লাগে সাড়ে চার ঘণ্টা। কিন্তু বিভিন্ন সময় দেখা গিয়েছে যে, বাড়তি সময় প্রয়োজন হয়েছে। সময় পার হয়ে গেলেও খেলা শেষ হয়নি।
জানা গেছে, ৫৯টি আন্তর্জাতিক ম্যাচে ‘স্টপ ক্লক’ নিয়ম ট্রায়াল হিসাবে ব্যবহার করা হবে। এই ডিসেম্বর থেকে পরের বছর এপ্রিল পর্যন্ত বিভিন্ন ম্যাচে এই স্টপ ক্লকের নিয়ম থাকবে।
এরই মধ্যে ইংল্যান্ড-উইন্ডিজের মধ্যকার চলমান পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে ‘স্টপ ক্লক’ নিয়ম চালু করেছে আইসিসি। যা এই নিয়মের প্রথম ম্যাচ ছিল।