কলারোয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবসে মোমবাতি প্রজ্জ্বলন
Post Views:
২১৬
কলারোয়া প্রতিনিধি:
কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় কলারোয়ার কেন্দ্রীয় শহীদ মিনার ও মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে বুদ্ধিজীবীদের স্মৃতিচারণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। সন্ধ্যায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বলনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়, সহকারী কমিশনার(ভূমি) রিফাতুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলি গাজী, উপজেলা শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম, উপজেলা সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক জিয়া, উপজেলা সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, কলারোয়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার হুমায়ুন কবির, কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাবেক সাধারণ শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, সাংস্কৃতিক সম্পাদক সরদার জিল্লুর রহমান, দপ্তর সম্পাদক সুজাউল হক, রাজু রায়হান, সাংবাদিক সহকারী অধ্যাপক কে,এম আনিছুর রহমান, আরিফুল হক চৌধুরী, দেলোয়ার হোসেন, শিশু ল্যাবরেটরী স্কুলের প্রধান শিক্ষক ইমদাদুল হক, শিক্ষক উৎপল কুমার সাহা, উপজেলা ছাত্রলীগ সভাপতি শামিমুজ্জামান টিপু, ইউএনও অফিসের এম এ মান্নান, বেনজির হোসেনসহ নানা পেশার মানুষ।
এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণের সময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়, সহকারী কমিশনার ভূমি রিফাতুল ইসলাম, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুলসহ পৌর কাউন্সিলরবৃন্দ।