আশাশুনিতে যথযাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত
জি এম মুজিবুর রহমান:
আশাশুনিতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) উপজেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে।
দিবস পালনের শুরুতে উপজেলার বড়দল ইউনিয়নের কেয়ারগাতি গ্রামে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে শাহাদাৎ বরণকারী বীর মুক্তিযোদ্ধাদের কবরস্থানে শহীদ স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূরের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, উপজেলা একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান পুস্পস্তবক অর্পন করেন। এসময় স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পন করেন। এরপর মরহুম মুক্তিযোদ্ধাদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শহীদ বৃদ্ধিজীবিদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূরের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান। সভায় নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি ও যুব উন্নয়ন কর্মকর্তা আলহাজ্ব এস এম আজিজুল হক প্রমুখ আলোচনা রাখেন।
আনুলিয়া পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় ঃ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিদ্যালয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক সুকুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় শিক্ষক ও অভিভাবকবৃন্দ আলোচনা রাখেন।
Please follow and like us: