সাতক্ষীরার ভোমরা বন্দরে পিঁয়াজ মজুদ রাখায় এক ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
রঘুনাথ খাঁ:
আমদানিকৃত ভারতীয় পিঁয়াজ মজুত করে রাখার অভিযোগে এক ব্যবসা প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষ। র সোমবার বিকেল ৩ টায় তারা সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে এ অভিযান চালান।
ভোক্তা অধিকার সংরক্ষণ এর সাতক্ষীরা শাকার সহকারি পরিচালক নাজমুল হুসাইন জানান, ভারত সরকার রপ্তানী বন্ধ করে দেওয়ায় সাতক্ষীরার বিভিন্ন বাজারে পিঁয়াজের দাম কয়েক গুণ বেড়ে যায়। বর্তমানে সাতক্ষীরার বিভিন্ন স্থানে ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে পিঁয়াজ বিক্রি হচ্ছে। অভিযোগ ওঠে মজুতদারিই একমাত্র পিঁয়াজের দাম বৃদ্ধির কারণ। এরই ধারাবাহিকতায় সোমবার বিকেল ৩টায় ভোমরা স্থলবন্দরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ , নির্বাহী ম্যাজিষ্ট্রেট সদর সহকারি কমিমশনার (ভ‚মি) সুমনা আইরিন এ অভিযান পরিচালনা করেন।
এ সময় অবৈধভাবে পিঁয়াজ গুদামজাত করার অভিযোগে ‘রাফসান ট্রেডার্সের’ এর ম্যনেজার দীপক কুমার সরকাককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। অভিযান অব্যহত থাকবে বলে জানা ওই ভোক্তা সংরক্ষণ অধিকার কর্মকর্তা।
প্রসঙ্গত রবিবার বিকেলে একইভাবে অভিযান চালিয়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষ ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল আমিনের নেতৃত্বে আঁখি ট্রেডার্সের স্বত্বাধিকারী আমির হোসেনকে ২০ হাজার, এসআর এন্টারপ্রাইজের ম্যানেজার মারুফ হোসেনকে ৫০ হাজার ও আজাদ ইন্টারন্যানশালের ম্যানেজার তাপসিরুল আলমকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।