কলারোয়ায় দৈনিক স্পন্দনের ১৮তম বর্ষপূর্তি উদযাপন
কামরুল হাসান:
কলারোয়ায় পাঠক নন্দিত দৈনিক স্পন্দনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সোমবার বিকেলে উৎসবমুখরতায় উদযাপন করা হয়েছে। কলারোয়া প্রেসক্লাবে প্রতিষ্ঠানের সভাপতি সহকারী অধ্যাপক এমএ কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ১৮তম বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযদ্ধের চেতনায় গণমানুষের মুখপাত্র হিসেবে দৈনিক স্পন্দনের জন্য শুভকামনা জানান। কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি পালন করা হয়। সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলার দৃঢ় শপথ নেওয়া পত্রিকাটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গণমানুষের কণ্ঠস্বর হয়ে দাঁড়িয়েছে, এরূপ অভিমত ব্যক্ত করেন বক্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর মস্তাফিজুর রহমান। অতিথি হিসেবে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার হারুন-অর-রশিদ, বিশিষ্ট সমাজকর্মী ও ব্যবসায়ী নাসির উদ্দীন ডিটু, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলে প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, কলারোয়া সরকারি জিকেএমকে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রকীব, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অব্দুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাবেক সাধারণ সম্পাদক ও বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সাংবাদিক এমএ সাজেদ, জাহাঙ্গীর আলম লিটন, জুলফিকার আলী, রাজু রায়হান, দেলওয়ার হোসেন, ডাক্তার ফজলুর রহমান, গোলাম সরোয়ার, জাওয়াদ, আলমগীর প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক স্পন্দনের কলারোয়া উপজেলা প্রতিনিধি আতাউর রহমান। আলোচনা সভা শেষে আন্দমুখর পরিবেশে অতিথিবৃন্দ কেক কেটে দৈনিক স্পন্দনের ১৮তম বর্ষপূর্তি উদযাপন করেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু।
Please follow and like us: