দেবহাটায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন
Post Views:
২৪৩
মোমিনুর রহমান:
দেবহাটায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও জয়ীতা সম্মাননা সহ নানা কর্মসূচিতে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য এক র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে ফিরে আলোচনা সভায় মিলিত হয়। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান।
বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান ও কুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছাদুল হক। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ, সামাজিক-সাংষ্কৃতিক উন্নয়ন মুলোক প্রতিষ্ঠানের প্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জয়ীতা নারীদের সম্মাননা প্রদান করা হয়।
বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান ও কুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছাদুল হক। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ, সামাজিক-সাংষ্কৃতিক উন্নয়ন মুলোক প্রতিষ্ঠানের প্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জয়ীতা নারীদের সম্মাননা প্রদান করা হয়।