সাতক্ষীরায় ৪ ওসি বদলী
Post Views:
৪৯১
নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের আগে প্রথম ধাপে দেশের ৩৩৮ থানার ওসিকে বদলি করেছে পুলিশ সদর দপ্তর। বৃহস্পতিবার রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে সকালে ৩৩৮ থানার ওসিকে বদলির বিষয়ে সম্মতি দেয় নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম বিকালে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, বেশিরভাগ ক্ষেত্রে ওসিদের বর্তমান নির্বাচনী এলাকার বাইরে বদলি করা হয়েছে। কোথাও একই জেলায়, কোথাও জেলার বাইরে বদলী করা হয়েছে। সাতক্ষীরার দেবহাটা থানার ওসি বাবুল আক্তারকে কালিগঞ্জ থানায়, পাটকেলঘাটা থানার ওসি শেখ মহামুদ হাসানকে দেবহাটা থানায়, কালিগঞ্জ থানার ওসি মো. মামুন রহমানকে কুষ্টিয়া ইবি থানায়, কলারোয়া থানার ওসি মো. মোস্তাফিজুর রহমানকে পাটকেলঘাটা থানায় বদলী করা হয়েছে।