বড় ধরনের নিষেধাজ্ঞার শঙ্কায় ব্রাজিল ফুটবল
স্পোর্টস ডেস্ক:
মাঠের ফুটবলে বাজে সময় পার করছে ব্রাজিল ফুটবল দল। কাতার বিশ্বকাপের পর থেকেই নিজেদের ছন্দ হারিয়েছে লাতিন আমেরিকার জায়ান্টরা। বড়দের পাশাপাশি ছোটরাও মলিন পারফরম্যান্সে খেই হারিয়ে ফেলছে। এরই মধ্যে ফিফার কাছ থেকে বড় ধরনের নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছে দেশটির ফুটবল।
বৃহস্পতিবার আদালতের নির্দেশে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি পদ থেকে এদনালদো রদ্রিগেজকে সরিয়ে দেওয়া হয়েছে।
আগামী এক মাসের মধ্যে নতুন সভাপতি নির্বাচনের জন্য একজন প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এর মধ্যে আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন রদ্রিগেজ।
ফিফার আইন অনুযায়ী, ‘সদস্য অ্যাসোসিয়েশনে বাইরের হস্তক্ষেপ বৈধ নয়। এ কারণে রদ্রিগেজকে সরিয়ে দেওয়ার ঘটনায় নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে ব্রাজিল ফুটবল।
আগামী ৩০ দিনের মধ্যে সিবিএফকে নতুন সভাপতি নির্বাচন দিতে বলেছেন তিন সদস্যের আদালত। এই অন্তর্বর্তীকালে ব্রাজিল ফুটবলের প্রধান প্রশাসক হিসেবে দেশটির সুপিরিয়র কোর্ট অব স্পোর্টস জাস্টিসের (এসটিজেডি) প্রেসিডেন্ট জোসে পেরেদিসকে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, এদনালদো রদ্রিগেজ ব্রাজিলিয়ান ফুটবল ইতিহাসে সিবিএফের প্রথম কৃষ্ণাঙ্গ সভাপতি। সেলেসাওদের জাতীয় দলের কোচের দায়িত্ব নিতে কার্লো আনচেলত্তিকে রাজি করানোর পেছনে মুখ্য ভূমিকা ছিল তার। এখন রদ্রিগেজের প্রস্থানের মধ্য দিয়ে আনচেলত্তির ব্রাজিলের কোচের দায়িত্ব নেয়াও অনিশ্চয়তায় পড়ে যেতে পারে।
সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ২০২২ সালে সিবিএফ ও রিও ডি জেনিরোর কৌঁসুলিদের মধ্যে যে চুক্তির ভিত্তিতে রদ্রিগেজ সভাপতির দায়িত্ব নেন, সেটি বৈধ ছিল না। কৌঁসুলিরা তাদের ক্ষমতার সীমানা ডিঙিয়ে এ চুক্তি করেছিলেন—এমনটাই বলেছেন আদালত।