কলারোয়া প্রেসক্লাবের আয়োজনে পাক হানাদারমুক্ত দিবস পালিত
কামরুল হাসান:
কলারোয়া প্রেসক্লাবের আয়োজনে পালিত হলো ৬ ডিসেম্বর কলারোয়া পাক হানাদারমুক্ত দিবস। বুধবার এ উপলক্ষে প্রেসক্লাবের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বিজয় শোভাযাত্রায় অংশগ্রহণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করা হয়। বুধবার সকাল ৮ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে বিজয় শোভাযাত্রায় অংশ নেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। পরে কলারোয়া প্রেসক্লাবের নিজস্ব ভবনে আয়োজিত দিবসের আলোচনা সভায় প্রেসক্লাব সভাপতি অধ্যাপক এমএ কালামের সভাপতিত্বে বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় অসম্প্রদায়িক সমাজ বিনির্মাণে সকলকে এগিয়ে আসার আহবান জানান। সেই সাথে আগামী বছর থেকে উপজেলাব্যাপী দিবসটি পালনের জন্য উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন বক্তারা। সভায় আলোচনা করেন ও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংবাদিক শিক্ষক দীপক শেঠ, প্রভাষক সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, আতাউর রহমান, সরদার জিল্লুর রহমান, আসাদুজ্জামান আসাদ, সুজাউল হক, রাজু রায়হান প্রমুখ। পরে শহীদ মুক্তিযোদ্ধার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Please follow and like us: