সাতক্ষীরায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ১৫ টি যানবাহন ও ৬টি মুদি দোকানে জরিমানা আদায়
রঘুনাথ খাঁ:
সাতক্ষীরায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে শব্দদূষণ নিয়ন্ত্রণে হাইড্রলিক্স হর্ন বাজানোর দায়ে ১৫ টি যানবাহন ও অবৈধ পলিথিন পেপার রাখার দায়ে ৬টি মুদি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
শনিবার (০২ ডিসেম্বর) সকাল ১১ টায় সাতক্ষীরা শহরের বিনেরপোতা এলাকায় ৭টি বাস ও ৮টি ট্রাকে হাইড্রলিক্স হর্ন ব্যাবহার কালে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময়ে যানবাহন থেকে হাইড্রলিক্স হর্ন খুলে নিয়ে তাদের কাছ থেকে ১৫ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়।
পরে কদমতলা বাজারে মুদি দোকানে অবৈধভাবে পলিথিন পেপার রাখা ও বিক্রির দায়ে ৬টি দোকানদারকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ১১০কেজি পলিথিন পেপার জব্দ করে পরিবেশ অধিদপ্তর।
মোবাইল কোর্ট পরিচালনাকালে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের খুলনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম, সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনী ও পরিবেশ অধিদপ্তরের সদস্যরা।